You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০২

in আমার বাংলা ব্লগ2 years ago

রোগী ডাক্তারের চেম্বারে গেলে।
রোগী: এক্সকিউজ মি ম্যাম, আমি ডাক্তার দেখাতে এসছি।
ম্যাম: আপনার স্লিপ কোথায়?
রোগী: আমি সু জুতা পায়ে দিয়ে এসেছি। ম্যাম:এপার্টমেন্ট স্লিপ এর কথা বলছি। ওকে একটু ওয়েট করুন।
রোগী:ওজন মাপতে হবে না। আমার ওজন মাত্র ৬৫ কেজি।
ম্যাম: কি সব বলছেন আপনি?
রোগী: আপনি তো ওয়েট করতে করতে বললেন।

এবার ডাক্তারের কাছে গেলে।
ডাক্তার: আপনার কি সমস্যা?
রোগী: আমার রাতে ঘুম হয়না। এর জন্য আগে ১০০ টাকার ঔষধ খেয়েছি কিন্তু কিছু হয়নি।
ডাক্তার: আমি আপনাকে ৪০ টাকার ঔষধ দিচ্ছি।প্রতিদিন দুই চামচ করে খাবেন।
রোগী: এর আগে ৫০০ টা চামচ খেয়েছি কিন্তু কিছু হয়নি। এখন দুটো চামচ খেলে ঠিক হয়ে যাবে।

Sort:  
 2 years ago 

দারুন ছিল বৌদি। পড়ে হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। 😅😅

 2 years ago 

হা হা হা মজার ছিলো বেশ, বৌদিও দেখি দারুণ দারুণ জোকস জানেন।

 2 years ago 

ভাইয়া আপনার জোকস বেশ মজার ছিলো। আমি তো হাসতে হাসতে শেষ।

 2 years ago 

বৌদি বেশ ভালো জোকস পারে তো।বেশ মজার ছিলো।😆😆

 2 years ago 

এসবই আপনাদের দাদার ক্রেডিট। ও আমাকে আমাকে প্রায়ই মজার মজার জোকস শুনায়।

 2 years ago 

সত্যিই অনেক ফানি ছিলো😆

 2 years ago 

দাদা, আপনাকে জোকস শুনায়, তাহলে দাদা কে ত ধরতেই হবে নেক্সট হ্যাংআউটে দাদার থেকে জোকস শুনব।

 2 years ago 

আচ্ছা তাহলে এই হলো আসল ব্যাপার, দাদা সত্যি দারুণ একটা মজার মানুষ। হাসি খুশি থাকুক সর্বদা এইভাবে।

 2 years ago 

এটা দারুণ মজার ছিল বৌদি,😅😅।

 2 years ago 

এইরকম ২-৩ টে রুগি পেলে ডাক্তার ও রুগি হয়ে যাবে । হাসতে হাসতে শেষ পুরাই। বেশ মজা পেলাম বৌদি।

 2 years ago 

হাহাহাহা বেশ হাসালেন বৌদি ।

 2 years ago 

এমন রোগী পেলে ডাক্তারি ছেড়ে দিতে হবে 😂😂😁

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105703.96
ETH 3319.97
SBD 4.12