আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০২
আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
ডাক্তার-রোগী (ডাক্তার-রোগীর সাথে সংযুক্ত যে কোন কৌতুক/ হাসির অনু গল্প)
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
রোগী ডাক্তারের চেম্বারে গেলে।
রোগী: এক্সকিউজ মি ম্যাম, আমি ডাক্তার দেখাতে এসছি।
ম্যাম: আপনার স্লিপ কোথায়?
রোগী: আমি সু জুতা পায়ে দিয়ে এসেছি। ম্যাম:এপার্টমেন্ট স্লিপ এর কথা বলছি। ওকে একটু ওয়েট করুন।
রোগী:ওজন মাপতে হবে না। আমার ওজন মাত্র ৬৫ কেজি।
ম্যাম: কি সব বলছেন আপনি?
রোগী: আপনি তো ওয়েট করতে করতে বললেন।
এবার ডাক্তারের কাছে গেলে।
ডাক্তার: আপনার কি সমস্যা?
রোগী: আমার রাতে ঘুম হয়না। এর জন্য আগে ১০০ টাকার ঔষধ খেয়েছি কিন্তু কিছু হয়নি।
ডাক্তার: আমি আপনাকে ৪০ টাকার ঔষধ দিচ্ছি।প্রতিদিন দুই চামচ করে খাবেন।
রোগী: এর আগে ৫০০ টা চামচ খেয়েছি কিন্তু কিছু হয়নি। এখন দুটো চামচ খেলে ঠিক হয়ে যাবে।
দারুন ছিল বৌদি। পড়ে হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। 😅😅
হা হা হা মজার ছিলো বেশ, বৌদিও দেখি দারুণ দারুণ জোকস জানেন।
ভাইয়া আপনার জোকস বেশ মজার ছিলো। আমি তো হাসতে হাসতে শেষ।
বৌদি বেশ ভালো জোকস পারে তো।বেশ মজার ছিলো।😆😆
এসবই আপনাদের দাদার ক্রেডিট। ও আমাকে আমাকে প্রায়ই মজার মজার জোকস শুনায়।
সত্যিই অনেক ফানি ছিলো😆
দাদা, আপনাকে জোকস শুনায়, তাহলে দাদা কে ত ধরতেই হবে নেক্সট হ্যাংআউটে দাদার থেকে জোকস শুনব।
আচ্ছা তাহলে এই হলো আসল ব্যাপার, দাদা সত্যি দারুণ একটা মজার মানুষ। হাসি খুশি থাকুক সর্বদা এইভাবে।
এটা দারুণ মজার ছিল বৌদি,😅😅।
এইরকম ২-৩ টে রুগি পেলে ডাক্তার ও রুগি হয়ে যাবে । হাসতে হাসতে শেষ পুরাই। বেশ মজা পেলাম বৌদি।
হাহাহাহা বেশ হাসালেন বৌদি ।
এমন রোগী পেলে ডাক্তারি ছেড়ে দিতে হবে 😂😂😁
রোগী: ডাক্তার ডাক্তার, আমার চোখে ঝাপসা দেখছি।
ডাক্তার: (পরীক্ষা করে)আপনার চোখের অপারেশন করতে হবে।
রোগী: ডাক্তার ডাক্তার, আমি আপনার চোখের মধ্যে একজন প্রেমিক ও প্রেমিকাকে দেখতে পাচ্ছি।আপনি কি আমার চোখের মধ্যে কিছু দেখতে পাচ্ছেন?
ডাক্তার: কই কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।
রোগী: ডাক্তার, আমার চোখের নয় আগে আপনার চোখের অপারেশন করতে হবে।
আজকাল রোগিরাও ডাক্তারদের হতে বেশী চালাক হয় হা হা হা ।
রোগীরাও এখন ডাক্তারি না পড়ে বড় মাপের ডাক্তার ,হি হি।
দুনিয়ায় এত জায়গা থাকতে প্রেমিক-প্রেমিকারা কেন ডাক্তারের চোখের মধ্যে হয়েছিল 🙄
ওটাই তো মজার রহস্য ভাইয়া।হি হি
ডাক্তারঃআগামী কাল সকালে আপনার ইউরিন টেস্ট করা হবে।আপনি এক বোতল ইউরিন নিয়ে চলে আসবেন।
রোগী পরের দিন একবোতল ইউরিন আর এক প্যাকেট বিস্কুট নিয়ে হাজির।
ডাক্তারঃইউরিন তো বুঝলাম কিন্তু বিস্কুট এনেছেন কেন?
রোগীঃনা সকাল বেলা খালি মুখে টেস্ট করবেন তার থেকে ভাল বিস্কুটের সাথেই টেস্ট করুন।
হাহাহাহা , খুব হাসলাম রে ভাই ।
আপনাদের হাসি তেই আমার খুশি।ধন্যবাদ ভাইয়া
হা হা হা ডাক্তারের তো বেহুঁশ হয়ে যাওয়ার কথা বিস্কুটের খুশিতে
হাহাহাহহাহা।ঠিক ভাই ঠিক।
হাহাহা ডাক্তার বেজায় খুশি হয়েছে
হা হা হা... এটা খতরনাক ছিল ভাই। খুব হাসলাম।
ধন্যবাদ দাদা। হাসাতে পেরে অনেক ভাল লাগল।
রোগী দাঁতে ব্যাথা নিয়ে ডাক্তারের কাছে এলেন, ডাক্তার সব দেখে বললেন, আপনার দাঁতে ইনফেকশন হয়েছে এবং দাঁতটি তুলে ফেলতে হবে, ৫০০ টাকা লাগবে। রোগী ভেবে বললেন আমার কাছে ৫০ টাকা আছে, আপাতত এর বিনিময়ে দাঁত ঢিলা করে দিন, বাকি টাকা দিয়ে অন্য সময় ফেলে যাব।
হাহাহা বেশ মজার ছিল ভাই ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এটা চমৎকার বুদ্ধি এমন বুদ্ধি তো সবার থাকা প্রয়োজন 😁😂
বল্টু তার প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বললো,স্যার নিচে ঔষুধ নাম কি লিখেছেন কোন ফার্মেসিতে পাচ্ছি না।কেউ বলছে এই ঔষুধ কেবল তৈরি হচ্ছে, আবার কেউ বলছে সামনে সপ্তাহে এনে দেওয়া হবে।এখন আমি কি করবো।
ডাক্তার প্রেসক্রিপশন দেখে বললো,এটা পাবেন কি করে,এটা তো আমার সিগনেচার 😉😉
শেষে অনেক হাসি পাইলাম আপু গো।
হা হা,😜😝😝
হা হা হা হা, ডাক্তার বাড়ীর মানুষ আপনার অভিজ্ঞতা বেশী, পরের বার বলে দিবো ঔষধ না পেলে আপনার সাথে সাক্ষাত করতে ।
আমি আবার ঔষধ বানাতে পারি😜😜
ডাক্তার কি তাহলে আমার সিগনেচার কপি করল 🤣
কেমনে বলতাম,কে কার সিগনেচার কপি করেছে😜
আমার সিগনেচার ও অনেকটা এরকমই লাগবে কারণ কোন আগামাথা নেই
ডাক্তারঃ এর আগে আপনি কখনো (Pneumonia) নিউমোনিয়াতে কষ্ট পেয়েছেন?
রোগীঃ হ্যাঁ একবার পেয়েছিলাম।
ডাক্তারঃ সেটা কতদিন আগে?
রোগীঃ স্কুলে মাস্টার মশাই যখন ইংরেজিতে নিউমোনিয়া শব্দের বানান জিজ্ঞেস করেছিল তখন।
ডাক্তারঃ কষ্টটা পেলেন কিভাবে?
রোগীঃ নিউমোনিয়া শব্দটি বানান করতে ভুল করেছিলাম, তাই মাস্টার মশাইর বেত্রাঘাতে কষ্ট পেয়েছিলাম।😀😀
রুগী: ডাক্তার সাব হুট করে আমার মাথা গরম হয়ে যায়। তখন মুখে যা আসে তাই বলি।
ডাক্তার: জনাব আপনার তো কিডনি ফেল করেছে।।
রুগী: তা স্যার কয় নাম্বারের জন্য ফেল করেছে।
ডাক্তার: মাথা ঠান্ডা করুন!
রুগী: ধুর মশাই চিকিৎসা নিতে আসছি পরামর্শ না।।
হা হা হা, চিকিৎসার সাথে পরামর্শ ফ্রি থাকে।
আসলে কিছু কিছু ডাক্তারেরা চিকিৎসার চেয়ে পরামর্শটাই বেশি দেয়।
একদম ঠিক কথা বলেছেন আপনি অনেক সময় ডাক্তারের কাছে রোগী গেলে ডাক্তারের ভালো ভালো কথা শুনে অর্ধেক মাইন্ড সেটআপ ঠিক হয়ে যায়
এক রোগী গেছেন চোখের ডাক্তারের কাছে
ডাক্তারঃ তা আপনার চোখে কি ধরণের সমস্যা?
রোগীঃ ওই যে মাঠে গরু চরছে আপনি দেখতে পারছেন?
ডাক্তারঃ জি দেখতে পারছি।
রোগীঃ কিন্তু আমি দেখতে পারছি না। 🙂🙂🙂
হা হা হা, তাহলে গরু আছে সেটা বুঝলো কিভাবে
সে হয়তো ইচ্ছে কানা 😁
এ এক বিরল রোগ তাকে সে গরুর লেজ দিয়ে পিটাতে হবে।
বল্টু: ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কাল থেকে আমার পেটে খুবই যন্ত্রণা হচ্ছে।
ডাক্তার: তাহলে তো খুবই সমস্যা। তো আপনি কাল কি খেয়েছিলেন?
বল্টু: আমি তো তেমন কিছু খাইনি আপনি প্রেসক্রিপশনে যা লিখে দিয়েছিলেন তাই খেয়েছি।
ডাক্তার: ডাক্তার সাহেব বললেন তাহলে আপনার আল্ট্রাসনোগ্রাফি করতে হবে। এবার আল্ট্রাসনোগ্রাফি করা হলো। পেটের ভিতর ছয়টি চামচ পাওয়া গেল। ডাক্তার জিজ্ঞেস করল চামচ কি করে পেটের মধ্যে আসলো?
বল্টু: আপনি তো বলেছেন সকালে তিন চামচ ও রাতে তিন চামচ খেতে।
ডাক্তার: এবার ডাক্তার রেগে মেগে বলল আমি আপনাকে তিন চামচ ঔষধ খেতে বলেছি চামচ সহ খেতে বলিনি।
হা হা হা খালি চামচ বলেছিলো ভাগ্যিস নইলে আরো মেলা কিছু পাইতো
ডাক্তার সাহেব খুবই চালাক মানুষ। শুধু চামচ খেতে বলেছিল। বেশি কিছু খেলে যদি আবার মরে যায় তাহলে তো রোগী কমে যাবে। 😅😅
বড় বড় চামচ মানুষ কিভাবে খায় 😂😁😁😁 ক্রিয়েটিভ আইডিয়া ছিলো রোগীর, ভাগ্য করে এমন রোগী পাওয়া যায় 😂😁😁
রাত্রি বেলা রোগী গেছে চোখের ডাক্তারের চেম্বারে
ডাক্তারঃ আপনার চোখে সমস্যা কি রকমের।
রোগীঃআমি দুরের জিনিস দেখতে পাইনা।
ডাক্তারঃ আকাশের দিকে ইশার করে। চাঁদ উঠেছে দেখতে পারছেন?
রোগীঃ জি দেখতে পারছি।
ডাক্তারঃ আর কত দুরের জিনিস দেখতে চান?
🤔🤔🤔