কাচকি শুঁটকি আমার খুব পছন্দের একটি শুঁটকি। আমি বেশিরভাগ সময় আলু বেগুন দিয়ে রান্না করে থাকি। তবে এভাবে ভুনা খেতেও খুব ভালো লাগে। আপনার রেসিপি দেখে খিদা পেয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এমন মজাদার রেসিপি হলে দারুন হয়। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আলু বেগুন দিয়ে চেলা মাছের রেসিপি আমার ভালো লাগে বেশি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।