আমি দু'দিন আগেই চিংড়ি বড়া খেয়েছি তারপরও আপনার এমন লোভনীয় চিংড়ি বড়া দেখে লোভ সামলাতে পারছি না। গরম গরম চিংড়ি বড়া খেতে দারুণ লাগে। ঠিক বলেছেন ভাইয়া পান্তা ভাত কিংবা গরম ভাতের সাথে এই বড়া খেতে খুবই সুস্বাদু লাগে। আমার তো দেখেই খেয়ে নিতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।