যেহেতু কিডনির জন্য ধনে পাতা খুব উপকারী তাহলে তো মনে হচ্ছে বেশি বেশি ধনে পাতা খেতে হবে। এমনেতেই আমি ধনে পাতা খেতে খুব পছন্দ করি। যেকোনো তরকারিতে ধনে পাতা না দিলে যেনো খাবার স্বাদ একদমই আসে না। তবে এভাবে ধনে পাতার চাটনি কখনও খাওয়া হয়নি। আপনার কাছ থেকে ধনে পাতার চাটনি শিখে নিলাম অবশ্যই একদিন বাসায় তৈরি করে দেখবো। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।