যেকোনো শুটকি মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আপনার শুটকি মাছের রান্নার পদ্ধতিটা একেবারে ইউনিক লেগেছে আমার কাছে। কচুর পাতায় এভাবে শুটকি মাছ কখনো খাওয়া হয়নি। রান্না শেষে দেখে মনে হচ্ছে যে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। দেখতেও বেশ লোভনীয় লাগছে।