আপনার আন্টি তো বেশ আমুদে মানুষ। পিকনিকের লিস্ট করার জন্যই ছোটখাটো আরেকটি চড়ুইভাতির আয়োজন করে ফেলল। আর এরকম বাড়ি বাড়ি থেকে তেল, লবণ, চাল, ডাল নিয়ে পিকনিক করা হতো খুবই মজা হতো সেই পিকনিক গুলো। আর এরকম খিচুড়ি তো অসম্ভব সুস্বাদু হত। ছোটখাটো চড়ুইভাতি করে নিশ্চয়ই পিকনিকের আয়োজনে সম্পন্ন করে নিয়েছেন। খুব আনন্দ হবে বোঝাই যাচ্ছে।
আমাদের পাড়ার সবাই প্রায় এরকম আমুদে।পিকনিক এর আয়োজন কিছুই হয়নি।সবাই খিচুড়ির প্রশংসা তেই ব্যস্ত হয়ে গিয়েছিল।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।