You are viewing a single comment's thread from:
RE: মিরপুর বেনারসি পল্লীতে আজ প্রথমবার
আমি তো শিরোনাম দেখে ভাবছিলাম যে আপনার বিয়ের শাড়ি কিনতে গেলেন নাকি? না পরে দেখলাম যে অন্য একজনের শাড়ি কিনতে গিয়েছেন । আসলে বেনারসি পল্লীতে আমার এ জন্য একদম যেতে ইচ্ছা করে না। কারণ দামাদামি করতে না পারলে ব্যাপক আকারের ঠকে আসার সম্ভাবনা আছে। এদের অরজিনাল দামের সঙ্গে প্রথমের চাওয়া দামের কোন মিল থাকেনা। অবশেষে আপনারা শাড়ি কিনতে পেরেছিলেন দেখে ভালো লাগলো। কিছুটা অভিজ্ঞতা হলো আপনার শাড়ি কেনার। পরবর্তীতে কাজে লাগবে আশা করি।
আর মেয়েদের অত সময় লাগে না পছন্দ করতে যত সময় বললেন।
আপু কে না জানিয়ে বিয়ে করতে যাব এমন হতে পারে!
প্রথম বার গিয়ে বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আপু। দামের ব্যাপারটা নিয়েও খুব ভালোই বুঝে গেছি। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময়।