You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন-০২ || আকাশে তে লক্ষ তারা, চাঁদ কেন একটা রে ?
চাঁদ হল অপরূপ সুন্দরী, তার সাথে সূর্যের ভালোবাসা হয়ে যায়। কিন্তু দুজন দুজনকে কখনো দেখিনি, তাই চাঁদ ডিসাইড করলো সূর্যের সাথে দেখা করবে। সূর্য রাজি হয়ে গেল, কিন্তু চাঁদ যখন সূর্যের কাছে যেতে গেল সূর্যের প্রচন্ড তাপে তার কাছে যেতে পারলো না। চাঁদ বলল তুমি তোমার তেজস্ক্রিয়তা কমাও, কিন্তু সূর্য বলল আমি কখনোই কমাতে পারবো না। তাই দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেল। এই দিকে সৌরজগতের আরেকটি গ্রহ চাঁদকে খুবই পছন্দ করত। চাঁদের ব্রেকআপ হওয়ার ঘটনা দেখে সে খুবই খুশি হয়ে গেল, অবশেষে সে তার চাঁদকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ তারা পাঠিয়ে দিল যেন কেউ তার দিকে নজর না লাগাতে পারে।
কাহিনীতো পুরাই জমে গেছে.......... এখন এ্যাকশন আর ক্যামেরা দরকার হা হা হা
কি কঠিণ যুক্তি আপু। পড়ে বেশ চিন্তাই পরে গেলা, এটাই আবার আসল কারণ নয় তো?