এবিবি-ফান প্রশ্ন-০২ || আকাশে তে লক্ষ তারা, চাঁদ কেন একটা রে ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আকাশে তে লক্ষ তারা, চাঁদ কেন একটা রে ?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
চাঁদ হল অপরূপ সুন্দরী, তার সাথে সূর্যের ভালোবাসা হয়ে যায়। কিন্তু দুজন দুজনকে কখনো দেখিনি, তাই চাঁদ ডিসাইড করলো সূর্যের সাথে দেখা করবে। সূর্য রাজি হয়ে গেল, কিন্তু চাঁদ যখন সূর্যের কাছে যেতে গেল সূর্যের প্রচন্ড তাপে তার কাছে যেতে পারলো না। চাঁদ বলল তুমি তোমার তেজস্ক্রিয়তা কমাও, কিন্তু সূর্য বলল আমি কখনোই কমাতে পারবো না। তাই দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেল। এই দিকে সৌরজগতের আরেকটি গ্রহ চাঁদকে খুবই পছন্দ করত। চাঁদের ব্রেকআপ হওয়ার ঘটনা দেখে সে খুবই খুশি হয়ে গেল, অবশেষে সে তার চাঁদকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ তারা পাঠিয়ে দিল যেন কেউ তার দিকে নজর না লাগাতে পারে।
কাহিনীতো পুরাই জমে গেছে.......... এখন এ্যাকশন আর ক্যামেরা দরকার হা হা হা
কি কঠিণ যুক্তি আপু। পড়ে বেশ চিন্তাই পরে গেলা, এটাই আবার আসল কারণ নয় তো?
চাঁদের বাবা-মা ফ্যামিলি প্ল্যানিংয়ে খুব কঠোর ছিলো। আর তাঁরার বাবা-মা ছিলো জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে খুব উদাসীন।
হা হা হা ফ্যামিলি প্ল্যানিং জরুরী ছিলো
চাঁদ হচ্ছে সুন্দরী নায়িকা।আর তারারা হচ্ছে বখাটে ছেলেরা। নায়িকার পিছনে অসংখ্য বখাটে ছেলে থাকে।তাই বলা হইয়েছে আকাশে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা।
পৃথিবীতে যে সব জিনিস অনেক দামি সেইগুলো একটা থাকবে এটাই স্বাভাবিক। যেমন ধরুন আমি।আমি একজন জ্ঞানের মানুষ,গুণির মানুষ,সুন্দর মানুষ।আমি কিন্তু একলা,দ্বিতীয় জন আপনি কোথাও খুঁজে পাবেন না।এইজন আমি যেমন একা দ্বিতীয় জন নাই,ঠিক তেমনই ভাবে চাঁদ দেখতে সুন্দর তাই সে একা।মূলকথা হচ্ছে,এই পৃথিবীতে আমি একা বলেই চাঁদ একা।প্রমাণিত।
বিশ্বাস না হলে চাঁদের কাছে জিজ্ঞেস করেন😀
প্রশ্নঃ চাঁদ কেন একটা রে ?
কাল্পনিক উত্তরঃ চাঁদের দেশে আমার দশ ডিসিম জায়গা রয়েছে এবং সেখানে আমি বাদাম চাষ করেছি, সাথে একটি হোটেল ও রয়েছে। এখন বিষয় হল চাঁদ একটানা বিজনেস করার জন্য অন্য কোন চাঁদের আগমন হতে দেয় নাই। যার কারণে চাঁদ একা এবং সেই একাকীত্বই তার বিজনেস।
আবার অন্য গ্রহের এক চাঁদনী ছিল, চাঁদ তার সাথে কিছুদিন লাইন ও মারছিল। হঠাৎ করে আমার বন্ধু সেন্টু চাঁদনীকে বিয়ে করে নিয়ে গেছে, ওই দিক থেকে চাঁদ ছ্যাকা খেয়েছে, যার কারণে চাঁদ একা রয়ে গেছে।
মানুষের জীবনে অনেক ভালোলাগার মানুষ আসে কিন্তু মনের মানুষ একজনই হয়। তারাগুলো হল ভালোলাগার মানুষ। আর চাঁদ হল সেই স্পেশাল মনের মানুষ।
এই জন্য চাঁদ একটাই😜।
চাঁদের কোন প্রমিক নাই, তাই চাঁদ একটাই
এক মনে কয়জনকে জায়গা দেয়া যায় বলেন! মন যখন একটা আর চাদঁ ও একটা থাকবে। আাকশে লক্ষ তারা থাকবে, মনের আকাঙ্ক্ষা যেখানে অনেক।
চাঁদ হচ্ছে নায়িকা আর তারা হচ্ছে চাঁদের সখি(বান্ধবী)। নায়িকাতো একজনই হবে। আর সখীরা তো অনেক হয়। এজন্য আকাশে তে লক্ষ তারা আর চাঁদ একটাই।
একটা অনুষ্ঠানের সভাপতি একজনই থাকে। মেঘের দেশেও তেমন একটা অনুষ্ঠান হচ্ছে। সে অনুষ্ঠানের প্রধান অতিথির চাঁদ ।তারারা সবাই শ্রোতা হয়ে চাঁদের বক্তব্য শুনছে। এজন্যই লক্ষ্য তারার মাঝে চাঁদ একটাই।