মা দিবস উদযাপন।।

in আমার বাংলা ব্লগ20 days ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে মাতৃ দিবসের কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।



গতকাল ছিল বিশ্ব মাতৃ দিবস। সত্যি কথা বলতে মায়ের জন্য কোনো আলাদা দিন বা কোনো আলাদা মাসের প্রয়োজন হয় না। প্রতিটা দিনই আমাদের কাছে মনে হয় মায়ের দিন। কারণ মায়ের কোনো বিকল্প হয় না।

1000137639.jpg

তবুও কিছু কথা আজ বলতে চাই আসলে মাকে নিয়ে একটি বাক্যে প্রকাশ করাই অসম্ভব । আমার কাছে আমার মা গোটা পৃথিবী। আসলেই এই মাতৃ দিবস দিনটি পালন করা হয় কোনো একটা দিন মাকে স্পেশাল ফিল করানোর জন্য। তাছাড়া মনে হয় না এই দিনটার কোনো গুরুত্ব আছে বলে।তবুও একটা কথা বলতে চাই পৃথিবীর সকল মা সুস্থ থাকুক, ভালো থাকুক এটাই চাই ।কারণ মা ছাড়া পৃথিবীটা অন্ধকার মনে হয়।

WhatsApp Image 2024-05-14 at 00.57.42 (1).jpeg

কিছুদিন আগে যখন মা অসুস্থ ছিল ,মনে হচ্ছিল আমার সব আছে কিন্তু কিছুই নেই ।কিছুই যেন ভালো লাগছিল না। প্রায় ১৪টা দিন আমি না ঘুমাতে পেরেছি, না খেতে পেরেছি ।না শান্তভাবে বসতে পেরেছি ।ওই কটা দিনে আমি বুঝতে পেরেছিলাম যে একজন ঘরে মা না থাকলে সব কেমন থাকে!

WhatsApp Image 2024-05-14 at 00.57.46.jpeg

WhatsApp Image 2024-05-14 at 00.57.45 (2).jpeg

বড় হওয়ার সাথে সাথে প্রত্যেক বাচ্চারাই মায়ের থেকে কিছুটা দূরে চলে যায়, এটা আমার মনে হয়েছে। জানিনা কথাটা কতটা ঠিক বা ভুল, তবুও যতটুকু খেয়াল করেছি আমার কাছে এটাই মনে হয়েছে। কিন্তু আমার মনে হয় মানুষের জীবনে কাজকর্ম তো থাকে তবুও মনে হয় দিনশেষে একবার হলেও প্রত্যেকটি সন্তানের মায়ের একটু খোঁজখবর নেওয়া বা কিসে ভালো থাকে এইটুকু দেখা প্রত্যেকেরই দরকার। কারণ ছেলেমেয়েদের কাছে মায়ের খুব একটা প্রত্যাশা কিছুই থাকে না। শুধু চায় ছেলে মেয়ে ভালো থাকুক এইটুকুই যখন তাদের চাওয়া তখন আমার মনে হয় যে তাদের প্রতি মুহূর্তের ভালো রাখার দায়িত্ব প্রত্যেক সন্তানের হওয়া উচিত। এই একটা দিন সেলিব্রেট করলাম বাকি কটা দিন কোনো গুরুত্বই দিলাম না ।সেটা একেবারেই উচিত নয় কারণ প্রথমে বললাম যে কোনো একটা দিনের গুরুত্ব দিয়ে মাকে ভালোবাসা বোঝায় না ।প্রতিটা দিনের ভালো রাখাই মায়ের প্রতি ভালোবাসা বোঝায়।

WhatsApp Image 2024-05-14 at 00.57.44.jpeg

WhatsApp Image 2024-05-14 at 00.57.45.jpeg

WhatsApp Image 2024-05-14 at 00.57.45 (1).jpeg

গতকাল আমাদের একটা নিমন্ত্রণ এক জায়গায়। সারাটা দিন একেবারেই থাকতে পারিনি বাড়িতে। যখন আমি বাড়ি এসেছি তখন প্রায় দশটা বাজতে যায় ।আর মনে মনে মাকে সারপ্রাইজ দেবো বলেই ভেবে রেখেছিলাম। তাই আগে থেকেই একটা কেক বুক করে রেখেছিলাম সেটা নিয়ে এসেছিলাম ।আর নিজেদের মতন করেই একটা কেক কাটিয়েছিলাম। আর মায়ের খুব পছন্দের একটা জিনিস গিফট করেছিলাম। এভাবেই রাতের দিকে সেলিব্রেট করেছিলাম। আর মাও খুব খুশি হয়েছিল। আর এই খুশি থাকার থেকে বড় আমার কিছু চাই না ।এটুকুই চাই মা ভালো থাকুক ,সুস্থ থাকুক, সব সময় হাসি খুশি থাকুক।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 19 days ago 

কথাটা ঠিক বলেছেন দিদি মায়ের জন্য আলাদা কোন দিন হয় না। প্রতিটা দিনই মা দিবস। মা এমন একটা অংশ যে অসুস্থ থাকলে পুরো সংসার যেন অচল হয়ে যায়। সঙ্গে সঙ্গে নিজেরও কিছু ভালো লাগে না। আপনার মা কে বেশ দারুণ একটা সারপ্রাইজ দিয়েছেন দিদি। কেকটা বেশ সুন্দর ছিল। এবং আপনার মা দেখছি বেশ খুশি হয়েছে।

 19 days ago 

অসুস্থতার পর দেখছি মাসিমার মুখটা একেবারে মলিন হয়ে গেছে। মা মানে ভালোবাসা। আর মা মানে অন্য রকমের অনুভূতি। সত্যি দিদি মায়ের অসুস্থতার সময় গুলোতে কোন সন্তান ভালোভাবে সময় কাটাতে পারে না। যাইহোক মা দিবস উপলক্ষে আপনার মাকে সারপ্রাইজ দিয়েছেন আর উনাকে উনার পছন্দের গিফট দিয়েছেন জেনে ভালো লাগলো।

 19 days ago 

আসলে আপু মায়ের জন্য প্রতিটি দিনই স্পেশাল। তারপরেও একটি বিশেষ দিনে স্পেশাল কিছু করলে মাকে আরো একটু বেশি খুশি করা যায়। কিছুদিন আগে আন্টি যখন অসুস্থ হয়েছিল তখন ভীষণ খারাপ লেগেছিল। আজ তাকে হাসিমুখে দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। আপনার সারপ্রাইজ পেয়ে বেশ খুশি হয়েছে তার হাসি মাখা মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে ।আসলে একটা বাড়ির মা যখন অসুস্থ হয় সেই বাড়ি যেন আর বাড়ি থাকে না ,এটা একদম ঠিক।এভাবেই হাসি খুশি থাকুক, ভালো থাকুক ।অনেক অনেক প্রার্থনা রইলো মায়ের জন্য। ভালো থাকবেন। আপনাদের আনন্দঘন মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 19 days ago 

দিদি খুব সুন্দর কথা বলেছেন মা কে ভালোবাসার জন্য কোনো দিন কিংবা মাসের প্রয়োজন হয় না। যেকোনো দিন যেকোনো সময় মা কে ভালোবাসা যায়। তবে এই একটি দিন মা কে স্পেশাল ফিল করানোর জন্য পালন করা হয়। এটা ঠিক বলেছেন ছেলেমেয়েরা একটু বড় হলে মায়ের কাছ থেকে দূরে সরে যায়। তখন আমরা যতই ব্যস্ত থাকি না কেন, দিনশেষে একবার হলেও মায়ের খোঁজখবর নেওয়া উচিত। আপনার মা কে নিয়ে এই একটি দিন কেক কাটার মধ্য দিয়ে স্পেশাল ভাবে পালন করেছেন দেখে খুব ভালো লাগলো। তাছাড়া আপনার মা কে উনার পছন্দের গিফট দিয়েছেন দেখেও খুব ভালো লাগলো। এভাবেই হাসিখুশিতে ভরে থাকুক মা মেয়ের বাকিটা জীবন এই আশীর্বাদ করি।

 19 days ago 

আসলেই বৌদি মায়ের কোনো বিকল্প নেই। কিন্তু কিছু কিছু ছেলে বিয়ের পর মায়ের একেবারেই খোঁজ খবর রাখে না,এমনকি ভরণপোষণের দায়িত্ব নেয় না। আমি মনে করি তাদের মতো অভাগা সন্তান পৃথিবীতে আর কেউ নেই। কারণ তারা মায়ের সেবা যত্ন করার সুযোগ পেয়েও হাতছাড়া করছে। যাদের মা নেই তারা বুঝে মা কি জিনিস। যাইহোক মা দিবসে আন্টির সাথে খুব ভালো সময় কাটিয়েছেন। আন্টিকে দেখেই বুঝা যাচ্ছে কতোটা খুশি হয়েছে। আন্টির এই হাসিমুখটা যাতে সবসময় দেখতে পারি,সেই কামনা করছি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 18 days ago 

বৌদি আপনার পোস্টটি পড়ছিলাম আর মায়ের কথা মনে পড়ছিল। তবে একটা কথা ঠিক বলেছেন বৌদি মায়ের জন্য কোন আলাদা দিন হয় না। মায়ের জন্য প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত স্পেশাল। সব সময় মাকে ভালোবাসা যায়। আন্টির অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লেগেছিল। আজ আন্টির হাসি মাখা মুখটি দেখে বেশ ভালো লাগলো। পৃথিবীতে মায়ের ভালোবাসার থেকে খাঁটি ভালোবাসা আর কোথাও মেলে না। প্রতিটি মা তার সন্তানকে এতটা ভালবাসি যে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। আসলে মায়ের ভালোবাসার কোন তুলনা মিলে না। মা দিবস উপলক্ষে আন্টিকে সারপ্রাইজ দিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দিদি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 18 days ago 

মায়ের তুলনা শুধু মা ই।মা ছাড়া সত্যি ঘর ফাঁকা ফাঁকা লাগে।একটি দিনের জন্য মাকে ভালোবাসা নয়।মায়ের জন্য প্রতিটিদিনই সন্তানদের উচিত সময় বের করা।মাকে সময় দেয়া,মা পছন্দ করে এমন কিছু করা।এতে মা খুশী থাকবে আর আমাদের ও ভালো লাগবে।মা দিবসে মা কে সুন্দর সারপ্রাইজ দিলেন দিদি।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো আমার।অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 18 days ago 

আমার কাছেও তাই মনে হয় দিদি, প্রত্যেকটা দিনই আসলে মাতৃ দিবস। মায়ের বিকল্প যেমন কিছু হয় না, তেমনি মাতৃ দিবস বলেও কিছু হয় না। শুধু মাকে স্পেশাল ফিল করানোর জন্যই এই দিনটি পালন করা হয়। যাইহোক, তুমি যে মায়ের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছো, এটা দেখে বেশ ভালো লাগছে দিদি। তাছাড়া তোমার মাকে দেওয়া তোমার ওই গিফটটা অনেক সুন্দর হয়েছে। দিদি, তোমার মা যখন অসুস্থ ছিল তখন আমাদের সকলেরই আসলে অনেক চিন্তা হচ্ছিল ওই সময়টাতে। যাইহোক, এখন উনি সুস্থ আছেন, এটা জেনেও খুব ভালো লাগছে।

 18 days ago 

লেখাটা পড়তে গিয়ে, কখন যে চোখের কোণায় পানি চলে এসেছিল তা যেন বুঝতেই পারিনি, যে কথাগুলো লিখেছেন মাকে কেন্দ্র করে, তাতে দ্বিমত পোষণ করার কোন যুক্তি দেখছি না। দারুণ উপভোগ করলাম ব্লগটি। আপনার, মা ও পুরো পরিবারের জন্য শুভেচ্ছা রইল, দিদিভাই। এভাবেই হাসি আনন্দে জীবন কাটুক।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67732.39
ETH 3803.96
USDT 1.00
SBD 3.53