অসুস্থতার পর দেখছি মাসিমার মুখটা একেবারে মলিন হয়ে গেছে। মা মানে ভালোবাসা। আর মা মানে অন্য রকমের অনুভূতি। সত্যি দিদি মায়ের অসুস্থতার সময় গুলোতে কোন সন্তান ভালোভাবে সময় কাটাতে পারে না। যাইহোক মা দিবস উপলক্ষে আপনার মাকে সারপ্রাইজ দিয়েছেন আর উনাকে উনার পছন্দের গিফট দিয়েছেন জেনে ভালো লাগলো।