আসলে শৈশব আমাদের এখনো শিক্ষা দেয়। শৈশবের দিনগুলো যেমন মধুর তেমনি মনোমুগ্ধকর। অনেক সুন্দর নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের দিনযাপন ছিল। নিয়ম করে বিকেল বেলায় খেলাধুলা করতাম। কত ধরনের খেলাধুলা কত রকমের হাসি আনন্দ লেগে থাকত আমাদের মুখে। একদম সেই স্মৃতিগুলো স্মরণ করে দিলেন সুন্দর পোস্ট লিখে।