ফেলে আসা অতীতের শৈশব
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। ফেলে আসা অতীতের শৈশবের স্মৃতিগুলো কার মনে পড়ে না এরকম মানুষগুলো হয়তো খুঁজে পাওয়া অনেকটাই দুষ্কর। যেসব মানুষরা অতীতের স্মৃতিগুলো ভুলে গেছে কিংবা মনে করতে চায় না। আমার তো এখনো ইচ্ছা করে আরেকবার যদি সুযোগ পেতাম তাহলে সেই অতীতে চলে যেতাম। যেখানে না থাকতো কোন ধরনের টেনশন, না থাকতো নিজের পায়ে দ্বাড়ানোর চিন্তা।
শৈশবের এমন হাজারো স্মৃতি রয়েছে যেসব কথাগুলো বলে শেষ করা যাবে না। তখন মানুষের মধ্যে এতটা বিভেদ ছিল না বরঞ্চ তখন প্রযুক্তির ছোঁয়া তেমন টাও লাগেনি। সবার মধ্যেই ছিল আন্তরিকতা ভালোবাসা এবং একটি পারিবারিক বন্ধন। সব মিলিয়ে তখন খেলাধুলার মাঠের অভাব ছিল না। চারিপাশে প্রাকৃতিক সবুজ পরিবেশ ছিল। মনোরম এবং চমৎকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঋতু উপভোগ করতাম। আমরা বিভিন্ন বসন্তেই আমরা নিজের প্রকৃতিগুলোকে চেনার চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে পরিবেশের যে অবস্থায় এতে করে শুধুমাত্র গরম এবং শীতকালে একটু বোঝা যায়।
অতীতের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নিয়মকানুন ছিল। এই যেমন বিকেল হলেই খেলতে যেতে হবে। সন্ধ্যার আগেই বাসায় ঢুকতে হবে। কোন ধরনের দুষ্টুমি করা যাবে না। কারো সাথে মারামারি করা যাবে না ইত্যাদি ইত্যাদি। বাসায় এসে রাত নয়টার মধ্যে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়ম ছিল। এছাড়াও সেই নিয়ম গুলো ঋতুর সাথে সাথে পরিবর্তন হতো। আপনি যদি একবার অতীতে ফিরে যেতে চান। তাহলে কোন মুহূর্তে যেতে চান? সেটা অবশ্যই মন্তব্যে লিখতে পারেন। আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
আসলে শৈশব আমাদের এখনো শিক্ষা দেয়। শৈশবের দিনগুলো যেমন মধুর তেমনি মনোমুগ্ধকর। অনেক সুন্দর নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের দিনযাপন ছিল। নিয়ম করে বিকেল বেলায় খেলাধুলা করতাম। কত ধরনের খেলাধুলা কত রকমের হাসি আনন্দ লেগে থাকত আমাদের মুখে। একদম সেই স্মৃতিগুলো স্মরণ করে দিলেন সুন্দর পোস্ট লিখে।