একদম মনের কথা খুলে বলেছেন। একটা সময় মানুষের চিঠির জন্য বেশ আবেগ আপ্লুত থাকতো। কখন প্রিয়জনের কাছ থেকে চিঠি আসবে আর কখন সেই চিঠির উত্তর দেয়া হবে। একটা চিঠি পৌঁছাতে ছয় মাস লেগে যেত। মাত্র ৫-১০ কিলো দূর থেকেও চিঠির আজান-প্রদান ছিল। এমনকি একই গ্রামের মানুষ চিঠির মাধ্যমেও কথা আদন প্রদান করেছে। কোথায় হারিয়ে গেল সেই চিঠির দিনগুলো। এখন সত্যি মানুষ মোবাইল ফোনের যোগাযোগ মাধ্যম পেয়ে হারিয়ে ফেলেছে সেই সুন্দর যোগাযোগটা।