হারালো চিঠি
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ছোটবেলায় বিভিন্ন নাটক সিরিয়াল কিংবা মুভিতে যে ব্যাপারটা আমার খুব বেশি ভালো লাগতো। সেটা হলো চিঠি লেখা। অর্থাৎ প্রেমিক প্রেমিকা কিংবা কোনো খুব প্রিয় আত্মীয় কিংবা খুব প্রিয় মানুষগুলোকে তখনকার মানুষগুলো চিঠি লিখতো। তাই আমার নিজে নিজেই আমি একটা ফ্যান্টাসিতে হারিয়ে যেতাম। অর্থাৎ অবশ্যই একেবারে খুব পবিত্র ফান্টাসি। যেটাতে আমি ভাবতাম আমার কাছে কেও চিঠি পাঠাবে। তখন থেকেই খুব বেশি প্রিয়। যখন থেকে আমি চিঠি কি সেটা বুঝতে শিখেছি কিংবা দেখতে শিখেছি। অর্থাৎ দেখে আসছি।
কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই চিঠি ব্যাপারটাই যেনো আমাদের চারপাশ থেকে, আমাদের পরিবেশ থেকে, আমাদের অস্তিত্ব থেকেই হারিয়ে গেলো। কারণ আপনি ভালো করে খেয়াল করে দেখুন তো। আপনি শেষ কবে আপনার প্রিয় মানুষের কাছ থেকে চিঠি পেয়েছেন কিংবা আমি প্রিয় মানুষ বাদ দেই কিংবা কখন পেয়েছেন সেটাও বাদ দেই। আমি যদি আপনাকে বলি এখন যে, আপনি কখনো চিঠি পেয়েছেন কিনা! হয়তো আপনার উত্তর না ই হবে।
আমাদের কাছ থেকে আসলে শুধুমাত্র চিঠি হারিয়ে যায়নি। চিঠির সাথে সাথে হারিয়ে গিয়েছে চিঠিতে মিশানো সেই অনুভূতি। যে অনুভূতি আসলে আজকালকার সময়ে মোবাইলের টেক্সট এ পাওয়া সম্ভব নয়। কারণ এই যে এই ইলেকট্রিক্যাল এর যুগে সবকিছুই যেনো একেবারে বিদ্যুৎ বেগেই চলে আসছে। অর্থাৎ বলা চলে আলোর বেড়ে ছুটছে। কিন্তু এই আলোর বেগের সাথে সাথে আমাদের অনুভূতিটা কেমন যেনো বিলিন হয়ে যাচ্ছে। আমাদের অনুভূতির ওই তীব্রতা এখন আর দেখতে পাই না। যেটা ছিলো চিঠির অনুভূতিতেএক্স চিঠি লেখাতে এবং চিঠি পড়াতে।
নাটকের কাহিনীগুলো তো আসলে বেশিরভাগ জীবন থেকেই নেওয়া। তাই বিভিন্ন নাটকে দেখতাম যে, মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছে শুধুমাত্র একটি চিঠি পাওয়ার জন্য এবং ওই চিঠি পাওয়ার পরেও ওই মানুষ তার জীবনকে ধন্য মনে করেছে। কিন্তু এখন আমাদের সেই অনুভূতি ও নেই, সেই চিঠিও নেই। এখন আমরা আলোর বেগে ছুটছি আমাদের অনুভূতিকে পিছনে ফেলে। সেই অনুভূতির সাথে পিছনে ফেলে এসেছি চিঠি নামক মায়াকে।
একদম মনের কথা খুলে বলেছেন। একটা সময় মানুষের চিঠির জন্য বেশ আবেগ আপ্লুত থাকতো। কখন প্রিয়জনের কাছ থেকে চিঠি আসবে আর কখন সেই চিঠির উত্তর দেয়া হবে। একটা চিঠি পৌঁছাতে ছয় মাস লেগে যেত। মাত্র ৫-১০ কিলো দূর থেকেও চিঠির আজান-প্রদান ছিল। এমনকি একই গ্রামের মানুষ চিঠির মাধ্যমেও কথা আদন প্রদান করেছে। কোথায় হারিয়ে গেল সেই চিঠির দিনগুলো। এখন সত্যি মানুষ মোবাইল ফোনের যোগাযোগ মাধ্যম পেয়ে হারিয়ে ফেলেছে সেই সুন্দর যোগাযোগটা।
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে চমৎকার লিখেছেন আপনি। সত্যি বর্তমান সময়ে চিঠি হারিয়ে যাওয়ার সাথে সাথে চিঠি পাওয়ার মধ্যে যে আনন্দ ছিল সেই আনন্দটাও আজ বিলীন হয়ে গেছে। খুবই ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।