এখন শীতের সময়। একদম সময় উপযোগী রেসিপি এইটা। খেজুরের পাটালি দিয়ে অনেক সুন্দর ভাবে ভাপা পিঠা তৈরি হয়। আমি তো বানাতে পারি না তবে বাজার থেকে কিনে খাই। এগুলো বানাতে পারলে নিজের মতো করে তৈরি করে খাওয়া যায় এবং পরিবারের অন্যান্য সদস্যদের খাওয়ানো যায়। বেশ সুন্দরভাবে আপনি নারিকেল খেজুরের গুড় বা পাটালি দিয়ে ভাপা পিঠা তৈরি করেছেন। অনেক ভালো লাগলো এত সুন্দর পিঠা তৈরি করতে দেখে।