খেলাধুলাতে জয় বিজয় থাকবে এটা স্বাভাবিক। যেখানে দুইটা দল হারাজিতার লক্ষ্যে মাঠে নামে। সেখানে সুন্দর সুন্দর শর্টগুলো মানুষকে আনন্দ প্রদান করে। আমি মনে করি এখানে হারাজিতা টা বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় মানুষকে আনন্দ প্রদান করা। হারাজিতার মধ্য দিয়ে আনন্দের বিষয়গুলো বেশি প্রতিফলিত হয়।