দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আসলে সমস্যা হলে টাকা যে কত খরচ হয় তা বলে বোঝানো সম্ভব না। আমার আম্মার অসুস্থতার পর থেকে প্রায় পতি সপ্তায় সপ্তায় এমন হাজার হাজার টাকা চলে যাচ্ছে। যেখানে মাত্র চার হাজার টাকা নিয়ে গিয়েছিলেন সবকিছু সমাধান হবে সেই আশায় কিন্তু দেখা যাচ্ছে ওষুধের দামি তার ডাবল। তবে যাই হোক দ্রুত যেন সুস্থ হন সেই কামনা করি অসুস্থ থাকলে সত্যি মনের মধ্যে অন্যরকম অশান্তি।