You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কমিউনিটির পরিবারের সাথে কিছু সময়

in আমার বাংলা ব্লগ3 years ago

অনেকদিন আগে উদ্যোগটি আমি নিয়েছিলাম। তবে আজকে তা বাস্তবায়ন হলো। একটু খারাপ লাগলো এজন্য যে তখন আরো অনেক ইউজার আমাদের সাথে ছিল,যারা এখন আর আমার বাংলা ব্লগ কাজ করে না। তবে আমি সেই চেষ্টায় রয়েছি তাদেরকে আমার বাংলা ব্লগে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ইতপূর্বে আহসান ভাই, সামাদ, লিমন, হাসিবুল, রাজু, মাসুম, রহমাতুল্লাহ, তরিকুল সহ আরো অনেকে কাজ করতো। হয়তো আমরা সবাই মিলে এদেরকে বাংলা ব্লগে ফিরে আসতে বললে অনেকেই আসবে। তবে সময় সাপেক্ষে দেখা যাবে একটি মিটিং করে। বেশ ভালো লাগলো আমাদের আজকের এই সুন্দর মুহূর্তটা। আরো সামনের দিকে এগিয়ে যাক আমার বাংলা ব্লগ কমিউনিটি।

Sort:  
 3 years ago 

ইতপূর্বে আহসান ভাই, সামাদ, লিমন, হাসিবুল, রাজু, মাসুম, রহমাতুল্লাহ, তরিকুল সহ আরো অনেকে কাজ করতো

আসলে ওরা সহ যদি এখন পর্যন্ত এই প্লাটফর্মে কাজ করত তাহলে আমাদের পরিবারটা আরো বড় হয়ে যেত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96638.11
ETH 2768.30
SBD 0.65