আমার বাংলা ব্লগ কমিউনিটির পরিবারের সাথে কিছু সময়

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20220812_150512.jpg

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। প্রথমেই আমি @rme দাদাকে ধন্যবাদ জানাতে চাই এমন সুন্দর একটা কমিউনিটি আমাদেরকে উপহার দেবার জন্য। যেখানে আমরা নিজের মাতৃভাষায় ব্লগিং করার সুযোগ পেয়েছি।আপনারা হয়তোবা জানেন আমরা একই সাথে একই মহল্লার অনেকজন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করি কিন্তু আপনারা সবাই প্রত্যেকের সাথে পরিচিত নয়। আমাদের মহল্লা সর্বমোট ১২ জন সদস্য বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে। এর মধ্যে ৮ জন রয়েছে ভেরিফাইড মেম্বার এবং বাকিরা বিভিন্ন লেভেলে অবস্থান করছে। পবিত্র শুক্রবার উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছিলাম। আসলে আমরা সবসময়ই একই সাথেই থাকি। আসলে আপনারা সবাই হয়তোবা অবাক হতে পারেন ১২ জন সদস্য একই মহল্লার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিভাবে কাজ করে আসলে এটাই সত্য। আজকে আমি আপনাদের মাঝে পর্যায়ক্রমে প্রত্যেকের পরিচয় তুলে ধরব। তো চলুন শুরু করা যাক...

ছবিনামস্টিমিট অ্যাকাউন্টকমিউনিটিতে অবস্থানপেশাগত জীবন
IMG_20220812_152329.jpgমোঃ মোস্তাফিজুর রহমান@mostafezur001ভেরিফাইড মেম্বারশিক্ষক
IMG_20220812_185519.jpgকিবরিয়া@kibreay001ভেরিফাইড মেম্বারছাত্র
IMG_20220812_154650.jpgইমন@emonvভেরিফাইড মেম্বারছাত্র
IMG_20220812_155258.jpgমোহাম্মদ নাজিদুল ইসলাম সুমন@sumon09ভেরিফাইড মেম্বারশিক্ষক
IMG_20220812_154617.jpgমোহাম্মদ নাজিবুল ইসলাম বিদ্যুৎ@bidyut01ভেরিফাইড মেম্বারশিক্ষক
IMG_20220812_174459.jpgমারুফ@marufhhভেরিফাইড মেম্বারকম্পিউটার ইঞ্জিনিয়ার
IMG_20220812_185328.jpgমোছাম্মদ ইমা খাতুন@mdemaislam00ভেরিফাইড মেম্বারছাত্রী
IMG_20220812_154845.jpgমোহাম্মদ জাহিদুল ইসলাম@jahidulislam01ভেরিফাইড মেম্বারছাত্র
IMG_20220812_154721.jpgআবুল বাশার খাইরুল আলম তুহিন@tuhin002Level-4ছাত্র
IMG_20220812_155117.jpgনয়ন@finoyonLevel-3ছাত্র
IMG_20220812_154922.jpgইয়াসিন আলী@easin001Level-3ছাত্র
IMG_20220812_184449.jpgমোঃ তুলশান আহমেদ জহির@johir65new member 🌺B-22ছাত্র

এই হচ্ছে আমাদের সকলের সংক্ষিপ্ত পরিচয়। অনেকদিন থেকেই আমরা চেষ্টা করছিলাম সবাই একত্রিতভাবে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু কেউ না কেউ অনুপস্থিত থাকার কারণে আপনাদের মাঝে আমরা সেটা শেয়ার করতে পারেনি। আজকে যখন আমরা ছবি তোলার জন্য সবাই একত্রিত হয়েছিলাম তখনও ১২ জন সদস্যের মধ্যে তিনজন অনুপস্থিত ছিল।

আমাদের গ্রামের ছেলেমেয়েরা যেভাবে অনলাইনে কাজ করার জন্য উৎসাহ লাভ করছে আমি আশাবাদী যে খুব দ্রুত আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আরো কিছু সদস্য চলে আসবে আমাদের গ্রাম থেকেই। আর এটা সম্ভব হয়েছে দাদা সহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন এবং মডারেটরদের ভালোবাসার ফলে। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি কোন একটি সাধারণ কমিউনিটি নয় এটা হচ্ছে আমাদের সকলের ভালোবাসার একটা স্থান। যেখানে আমরা মন খুলে নিজের মাতৃভাষাতে কথা বলতে পারি এবং মাতৃভাষাতেই লেখালেখি করতে পারি।

IMG_20220812_141617_425.jpg

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার

Sort:  
 2 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া। বাংলা ব্লগ পরিবারের কিছু সদস্যের সাথে কিছু সময় কাটিয়ে নিজেদের মত বিনিময় করে কিছু ফটোগ্রাফি করেছেন আর যেটা আমাদের সাথে শেয়ার করলেন। অনেক সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া।
আপনার এবং আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের জন্য শুভকামনা রইল

 2 years ago 

আসলে ভাইয়া আমরা সবসময়ই প্রায় একত্রিত হয়ে থাকি খুবই মজা করি আমরা

 2 years ago 

আমাদের মহল্লায় "আমার বাংলা ব্লগ" কমিউনিটির অনেকজন সদস্য তৈরি হয়ে গেছে আমাদের হাত ধরে। অদূর ভবিষ্যতে হয়তো আরো ইউজার বৃদ্ধি পাবে আমাদের মহল্লায়। আজকে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে আমাদের একতা দেখে। সকল ইউজার একসাথে হয়ে ওই সময়টুকু দারুন ভাবে কাটিয়েছি এবং উপভোগ করেছি। আমরা ভবিষ্যতেও এইভাবেই একতা থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে যাবো ইনশাল্লাহ। সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago 

আসলে আমাদের একতা রয়েছে বলেই একত্রিতভাবে এমন সুন্দর একটা পোস্ট করতে সক্ষম হয়েছে

 2 years ago 

আনন্দের বিষয় যে আমরা সকলে ই একই মহল্লার এখানে আমরা সবাই ভাই বোন কেউ আমার চাচাতো ভাই আবার কেউ আমার চাচাতো বোন। আশা করি আর কিছুদিন পরে আরো অনেককে আমার বাংলা ব্লক পরিবারে যুক্ত করাতে পারবো। আজ পবিত্র জুম্মার নামাজ শেষে আমরা একসাথে অনেকগুলো ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। মুস্তাফিজুর ডবল জিরো ওয়ান আমার চাচাতো ভাই। ধন্যবাদ ভাইয়া আমাদের সকলের সাথে নিয়ে এত সুন্দর একটি পোস্ট কমিউনিটিতে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমাদের এমন একটা বড় পরিবার এর সবাইকে একত্রিত হল করতে পেরে সত্যিই ভালো লাগছে

 2 years ago 

অনেকদিন আগে উদ্যোগটি আমি নিয়েছিলাম। তবে আজকে তা বাস্তবায়ন হলো। একটু খারাপ লাগলো এজন্য যে তখন আরো অনেক ইউজার আমাদের সাথে ছিল,যারা এখন আর আমার বাংলা ব্লগ কাজ করে না। তবে আমি সেই চেষ্টায় রয়েছি তাদেরকে আমার বাংলা ব্লগে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ইতপূর্বে আহসান ভাই, সামাদ, লিমন, হাসিবুল, রাজু, মাসুম, রহমাতুল্লাহ, তরিকুল সহ আরো অনেকে কাজ করতো। হয়তো আমরা সবাই মিলে এদেরকে বাংলা ব্লগে ফিরে আসতে বললে অনেকেই আসবে। তবে সময় সাপেক্ষে দেখা যাবে একটি মিটিং করে। বেশ ভালো লাগলো আমাদের আজকের এই সুন্দর মুহূর্তটা। আরো সামনের দিকে এগিয়ে যাক আমার বাংলা ব্লগ কমিউনিটি।

 2 years ago 

ইতপূর্বে আহসান ভাই, সামাদ, লিমন, হাসিবুল, রাজু, মাসুম, রহমাতুল্লাহ, তরিকুল সহ আরো অনেকে কাজ করতো

আসলে ওরা সহ যদি এখন পর্যন্ত এই প্লাটফর্মে কাজ করত তাহলে আমাদের পরিবারটা আরো বড় হয়ে যেত।

 2 years ago 

আজকে জুমুয়ার নামাজে থেকে আসার সময় সবাই এক ফ্রেমে বন্দী হতে পেরে বেশ ভাল লাগলো । তিন জনার অনুপস্থিতি যদিও কিছুটা এই আনন্দ কমিয়ে দিয়েছিল । আশাকরি এর পরবর্তীতে আরো একটু সময় নিয়ে একটা বনভোজনের আয়োজন করার চেষ্টা করবো আর সবার উপস্থিতি নিশ্চিত করতে পারবো ।
ধন্যবাদ প্রিয় ভাই @mostafezur001 আমাদেরকে এক ফ্রেমে বন্দী করার জন্য ।

 2 years ago 

অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি সবাই একত্রিতভাবে একটা বনভোজনের আয়োজন করব

 2 years ago 

বেশ ভালো লাগলো এই ব্যাপারটা। আশাকরি সব সময় সবাই একসাথে কাজ করে যেতে পারবো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অবশ্যই আপু আমরা সব সময় চেষ্টা করে যাবো আপনাদের সাথে একত্রিতভাবে কাজ করার জন্য

 2 years ago 

একসাথে সময় কাটানোর মুহূর্তগুলো অসাধারণ ছিল আশা করি ভবিষ্যতে আমরা আমার বাংলা ব্লগ পরিবারের সঙ্গে সবাই জুড়ে থাকতে পারব এবং আমাদের এই এলাকা থেকে ভবিষ্যতে আমরা আরো একটিভ ইউজার তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে @mostafezur001 এত সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অবশ্যই আমরা চেষ্টা করে যাবো ভবিষ্যতে আরো নতুন নতুন ইউজার তৈরি করার জন্য

 2 years ago 

বাহ অনেক গুলা পরিচিত মুখ একসাথে দেখতে পেলাম। আসলে আমি জানতামই না আপনারা সবাই একই মহল্লার বাসিন্দা। আপনাদেরকে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো সবাই মিলে পরামর্শ করে যে কোন সময় যে কোন সমস্যা ফেস করতে পারবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।।

 2 years ago 

জি ভাইয়া আমরা সব সময় একজন আরেকজনের সাথে পরামর্শ গ্রহণ করে কাজ করে থাকি

 2 years ago 

আমার বন্ধু ব্লগ প্রত্যেক সদস্যের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন এক জায়গা থেকে অনেক ইউজার কাজ করে আশা করি পরবর্তীতে আরো ইউজার বৃদ্ধি পাবে। আমি আশা করি আমাদের এই পোস্টটি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যগণ দেখবে এবং তাদের মতামত নিচে প্রদান করবে।

 2 years ago 

সেটা তো অবশ্যই আমরা তো সবসময় চেষ্টা করে যাবো নতুন নতুন ইউজার কমিউনিটিতে নিয়ে আসার জন্য

 2 years ago 

বিষয়টি দেখে ও জেনে ভালো লাগলো যে আমার বাংলা ব্লগের এত ১২ জন ভেরিফাইড মেম্বার একই এলাকার একই মহল্লা। এভাবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমার বাংলা ব্লগের সদস্য সংখ্যা এই কামনা করছি।

 2 years ago 

আসলে ভাইয়া বিষয়টি আমরাও মাঝে মাঝে খুবই মজা পাই যে আমরা একই জায়গা থেকে এতগুলো ইউজার কাজ করছি

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 103041.41
ETH 3300.47
SBD 4.46