RE: গাব গাছের ভুত। আমার ছোট বেলা।
বছরের এই সময়টাতে আমরা মাঝেমধ্যেই স্কুল ফাঁকি দিয়ে গাব খেতে চলে যেতাম। আর স্যারের ঠ্যাঙানি ও খেতে হতো
পুনরায় নিজের ছোট স্মৃতিকে মনে করতে পারলাম আপনার পোষ্টের মধ্য দিয়ে। আর এই ছোটকালে অনেক মধুময় স্মৃতি রয়েছে, যেগুলো স্মরণ করা হয়ে উঠে না। আপনার এই পোস্টটি দেখে আজকে সেই মুছে যাওয়া স্মৃতি গুলো থেকে কিছুটা স্মরণ করতে পেরেছি। কিছুটা আনন্দ বোধ করতেছি।
আসলে ভাইয়া আমি আপনার পোস্টটি সম্পূর্ণভাবে পড়ছিলাম না, তবে যথেষ্ট পড়েছিলাম ক্লাসে বাচ্চাদের পড়ানোর সময়। এক ব্যস্ততার মধ্য দিয়ে চেষ্টা করি পোস্ট পরে রিপ্লাই দেওয়ার, তবে সর্বদা বুঝেশুনে রিপ্লাই দেওয়া হয় না। এ ক্ষেত্রে সেটা ঘটেছে।
আপনি আর আপনার চাচাতো ভাইয়েরা সাইদুল রাশিদুল এবং শামীম মোট চারজন মিলে ক্লাস থ্রি অথবা ফোরে পড়াকালীন সময়ে কোন এক সোমবার আপনাদের স্কুলের আধা কিলোমিটার দূর একটি বুনো কাঁঠাল এবং গাব গাছের বাগানে পাকা গাব খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন বিকাল আনুমানিক তিন/ চারটির সময়। আপনাদের মধ্য থেকে একজন গাছে উঠে পরল। একজন গাছের একটি পুতুল দেখতে পেল সে ভয়ে সবাই আতঙ্কিত হয়ে পালানো শুরু করলেন। আপনার মনের মধ্যে শুধু আপনার সাইকেল নিয়ে চিন্তা হচ্ছিল বেশি। অচেনা একটি লোক এসে আপনার এক ভাইকে কিছু প্রশ্ন করল এবং চলে গেল ইত্যাদি এই সমস্ত বিষয়ে কাহিনী লিখেছেন। তবে আপনার এই সুন্দর গল্পটি আমার খুবই ভালো লেগেছে যার জন্য আমি বলেছিলাম যে আমার অতীত স্মরণ করিয়ে দিলে। জানিনা কতটুকু বুঝাতে পারছি। তবে আমি যথেষ্ট পড়ে কমেন্ট করেছিলাম, হয়তো মানসম্মত ভাবে কমেন্ট করতে পারি নাই। তার জন্য দুঃখিত। আর আমি ওই লেখাটা কোট করেছিলাম এই জন্য যে,ওই মুহূর্তে আমি ক্লাস নিছিলাম বাচ্চাদের, ক্লাস টু এর।
আপনি পোস্ট না পড়ে মন্তব্য করেছেন। ১০০%