টেনশন মৃত্যুর অন্যতম কারণ

in আমার বাংলা ব্লগ2 days ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে এক মর্মান্তিক বিষয় নিয়ে পোস্ট করতে চলেছি। এই পোস্ট করার মধ্য দিয়ে আপনারা বেশ অনেক বিষয় অবগত হতে পারবেন।

IMG_20241201_165337_279.jpg


ফটোগ্রাফি সমূহ:


জন্মিলে মরিতে হবে এটাই সত্য। যে দুনিয়ার বুকে একবার জন্মগ্রহণ করেছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ একটু বেশি হায়াত নিয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকবেন, আবার কেউ অল্প হায়াত নিয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকবেন এটাই স্বাভাবিক। বেশ অনেকদিন হয়ে গেল আমাদের মেজ জামাইয়ের অকাল মৃত্যু। মানুষটা অনেক ভাল ছিলেন। ফজরের নামাজ পড়েছেন এরপর তার কৃষি কাজে বের হয়েছেন। কিন্তু কিছুক্ষণ পর বাড়ি ফিরতে না ফিরতে হার্ট ব্লক হয়ে মারা যান। মানুষ মৃত্যুর পেছনে বেশ বিশেষ কিছু কারণ থেকে থাকে। তবে অতিরিক্ত টেনশন তার অন্যতম কারণ। দুনিয়ার বুকে নিজেকে টিকিয়ে রাখতে এবং নিজের সন্তান আত্মীয়-স্বজনদের ভালো রাখতে অনেক মানুষ কঠোর পরিশ্রম করে থাকেন। কঠোর পরিশ্রমের মধ্যে ক্লান্তি হয় বিশ্রাম নেয় কিন্তু তার মধ্যে যদি টেনশন থাকে তাহলে মানুষ এই টেনশনের বিশ্রাম দিতে পারে না যতক্ষণ না টেনশনমুক্ত হয়। সংসার লাইফটা এমন একটা সংগ্রামী ক্ষেত্র যেখানে মানুষকে অনেক পরিশ্রম করে বেঁচে থাকতে হয়। আর সেই জায়গায় যদি মানুষ টেনশন অবস্থান করে নেয় প্রতিনিয়ত তাহলে সে মানুষ দুই দিক থেকে সংগ্রাম করে চলে। তবে মানসিক টেনশনের সংগ্রামটা বেশ কঠিন জিনিস।

IMG_20241201_163833_458.jpg

IMG_20241201_163837_209.jpg

IMG_20241201_164048_023.jpg

IMG_20241201_164054_937.jpg


জামাইয়ের জানাজার নামাজ শেষ করে মসজিদের পাশ থেকে যখন গোরস্থানের দিকে যাচ্ছিলাম, তখন বেশ বড় একটি পুকুর পাড়ি দিতে হয়েছিল। ওই মুহূর্তে পাড়া-প্রতিবেশীরা গল্প করছিলেন আমার পথ চলছিলেন। উনারা বলেছিলেন আমার জামাইয়ের সবচেয়ে বড় টেনশন তার মেয়েরা। ভাগ্যক্রমে তিনটা মেয়ে। এতে তার আফসোস ছিল না। কোন ছেলে নেই। কিন্তু মেয়েদের বোকামি বুদ্ধি জ্ঞান হালকা থাকায় টেনশনটা তার বেশি ছিল। বড় মেয়েটা অসুস্থ এবং একটি কন্যা সন্তান সহ তালাক হয়ে বাসায় পড়েছিলেন। তার জন্য এক্সট্রা দুইটা খরচ। এক মেয়ের অসুস্থতার জন্য প্রতিনিয়ত ঔষধ কেনা এছাড়া তার মেয়েটার লেখাপড়ার খরচ। মেজ মেয়েটা বিয়ে হয়েছে কিন্তু তার বুদ্ধি জ্ঞান অনেক হালকা। ভবিষ্যতে তার সংসার টিকবে কিনা এটাও দু ঘরসার মধ্যে। কারণ এই মেহেরপুর থেকে বিয়ে হয়েছে যশোরে ফেসবুক প্রেমের মাধ্যমে। জামাই থাকে ঢাকাতে। এছাড়াও ছোট মেয়েটা লেখাপড়া করে।

IMG_20241201_164236_873.jpg

IMG_20241201_164244_782.jpg

IMG_20241201_164308_731.jpg

IMG_20241201_164539_020.jpg

IMG_20241201_164936_457.jpg


গোরস্থান পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আরো অনেক কিছুই জানতে পারলাম এভাবে জামাইয়ের টেনশনের কারণ। পাড়া-প্রতিবেশীরা এটা বলছিলেন যে উনি অনেক ভালো ও সৎ একজন মানুষ ছিলেন। কিন্তু মানসিক টেনশন তার পিছু ছাড়তো না। কিন্তু পূর্বে একবার টেনশনের জন্য স্টক করেছিলেন। হাই প্রেসার এর রোগী। এছাড়াও একবার কারেন্টের শট খেয়ে পড়েছিলেন। মাঝেমধ্যে হাট ব্লক হয়ে যায় টেনশন করতে গিয়ে। তাহলে বুঝতে পারছেন মানসিক টেনশন মানুষকে কতটা অস্থিরতার মধ্য দিয়ে নিয়ে যায়। সে জায়গায় যদি পারিবারিক শান্তি না থাকে তাহলে সেটা হয়ে ওঠে আরো কঠিন। গোরস্থান ময়দানে এসে আরও কিছু জানতে পারলাম। এই গোরস্থানে নিজ নিজ বংশের আলাদা আলাদা অংশ রয়েছে। যে বংশের মানুষ মারা যায় তাদেরকে সেই নির্দিষ্ট বংশের জমিতে দাফন করা হয়। কিন্তু জামাইদের নির্দিষ্ট এরিয়া ছিল না। তাদের সামাজিক যেই গোরস্থানের অংশ রয়েছে সেখানে দাফন করা হয়েছে। এছাড়াও আরো অনেক কিছু জানতে পেরেছি যে আমার জামাইয়ের বংশটা গ্রামের সবচেয়ে বড় বংশ। তারপরেও তারা আলাদাভাবে গোরস্থানের জমিয়ে রাখে নাই, সামাজিকভাবে রেখেছে। তবে সেখানে সকল সমাজের সকল বংশের মানুষেরা একটাই কথা বলেছিল। মানুষটা অনেক ভাল ছিল। হয়তোবা বয়স ৫০ বার হয়েছে। সকালে তার চলে যাওয়াটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। তাদের পরিবারকে কে দেখবে। সত্যি মানুষের জীবনটা অতি তুচ্ছ। দম ফুরালে এই দুনিয়া শেষ। কিন্তু সামান্য নিজেকে বেঁচে থাকার জন্য কতই না সংগ্রাম করতে হয় কতইনা টেনশন মাথায় রাখতে হয়। কিন্তু যাদের জন্য টেনশন করে মানুষ, তারা বুঝতে চায় না কখনো।

IMG_20241201_164541_953.jpg

IMG_20241201_164939_118.jpg

IMG_20241201_165228_131.jpg

IMG_20241201_165835_799.jpg




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়হঠাৎ মৃত্যু
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png



PUSS_VILLA.png


Sort:  
 2 days ago 

24-01-25

Screenshot_20250124-100324.jpg

Screenshot_20250124-100228.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 16 hours ago 

আসলে ভাইয়া মানসিক টেনশন একজন মানুষকে মৃত্যুতে পৌঁছে দেয়। একমাত্র তার ভিতরের অবস্থা সেই বুঝতে পারে যা কেউ বাহির থেকে দেখতে পারে না।আর পারিবারিক শান্তি না থাকলেও সেটা হয়ে ওঠে আরো কঠিন। লোকটার জন্য খুবই খারাপ লাগছে। সবাই বলছে ভালো মানুষ ছিল নিশ্চয়ই আল্লাহ তার দুনিয়ার সকল কষ্ট গুলোকে মুছে দিয়ে কবরে ভালো রাখবে।

 2 days ago 

হাইপারটেনশন খুব খারাপ জিনিস। যার শেষ ফল মৃত্যু দিয়েও শেষ হতে পারে। যার বাস্তবিক প্রমাণ হলো আপনার মেজ জামাই। তবে পারিবারিক সমস্যা সহ তার মেয়েদের এক্সট্রা টেনশনের কারণেই হয়তো তার এত বড় একটি সর্বনাশ ঘটে গেল। যদিও বা মৃত্যু কার কখন কিভাবে হবে তা আগেই লেখা থাকে। যাই হোক তিনি একালে যেহেতু শান্তি পেলেন না পরকালে যেন শান্তি পান তার আত্মার মাগফেরাত কামনা করছি। টেনশন থেকে আমাদের বেঁচে থাকতে হবে ভাই।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 105080.84
ETH 3340.47
SBD 4.09