হাইপারটেনশন খুব খারাপ জিনিস। যার শেষ ফল মৃত্যু দিয়েও শেষ হতে পারে। যার বাস্তবিক প্রমাণ হলো আপনার মেজ জামাই। তবে পারিবারিক সমস্যা সহ তার মেয়েদের এক্সট্রা টেনশনের কারণেই হয়তো তার এত বড় একটি সর্বনাশ ঘটে গেল। যদিও বা মৃত্যু কার কখন কিভাবে হবে তা আগেই লেখা থাকে। যাই হোক তিনি একালে যেহেতু শান্তি পেলেন না পরকালে যেন শান্তি পান তার আত্মার মাগফেরাত কামনা করছি। টেনশন থেকে আমাদের বেঁচে থাকতে হবে ভাই।
ঠিক মন্তব্য করেছেন আপনি