বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 days ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু রেনম ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আশা করব আমার ধারণা করা এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

InShot_20250103_002927426.jpg


ফটোগ্রাফি সমূহ:


প্রথমে আপনাদের মাঝে শেয়ার করলাম একটি জবা ফুলের ফটোগ্রাফি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জবা ফুলের ফটোগ্রাফি। এই জবা ফুলটা আমি আমাদের গ্রামের পার্ক থেকে ফটো ধারণ ধারণ করেছিলাম। আমাদের গ্রামের বঙ্গ এগ্রো পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। অনেক অনেক ভালো লাগে এখান থেকে ফুলের ফটো ধারণ করতে।

IMG_20241212_161224_985.jpg


এখন আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার মিষ্টি একটি গোলাপ ফুলের চিত্র। কেমন লাল টকটকে গোলাপ ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। অনেক সুন্দর ভাবে আমি ফটো ধারণ করার চেষ্টা করেছিলাম। কিন্তু সেভাবে সুযোগ করতে পারিনি। তাই মাত্র কয়েকটা ফটো ধারণ করেই বের হয়ে আসতে হয়েছিল বঙ্গ এগ্রো পার্ক থেকে।

IMG_20241212_160938_377.jpg


এখন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কলমি ফুল। কলমি ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। মাঝেমধ্যে ফসলের মাঠে অথবা পুকুর ঘাটে এ জাতীয় ফুলগুলো দেখা যায়। এগুলো দেশি কলমী ফুল। এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে।

IMG_20241208_125537_311.jpg


এখন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্রজাপতির ফটোগ্রাফি। প্রজাপতি আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। ফুলের বুকে অথবা যে কোন স্থানে এজাতীয় প্রজাপতিগুলো বেশি দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের প্রজাপতি হয়ে থাকে। বিভিন্ন রকমের প্রজাপতিগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সৌন্দর্য বৃদ্ধি করে। বিশেষ করে ফুলের বুকে আমার আছে সমস্ত প্রজাপতি দেখতে পায় সেগুলো যেন আরো সুন্দর ও মনোমুগ্ধকর।

IMG_20241208_125835_165.jpg


একদিন গাংনী বাজার থেকে কেনাকাটা করেছিলাম আর সেখান থেকেই ফটো ধারণ করেছিলাম। এই দোকানটাতে বিভিন্ন রকমের বিস্কুট ও চানাচুর। বেশ ভালো লাগে এমন সুন্দর বেকারীর দোকান গুলো দেখলে। যেখানে বিভিন্ন রকমের বিস্কুট এর কালেকশন দেখা যায়। তবে সবচেয়ে আমার ভালো লাগে অতিরিক্ত বাদাম দিয়ে ভাজা চানাচুর গুলো।

IMG_20241212_140928_004.jpg


এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বুনদি ভাজার ফটোগ্রাফি। চমৎকারভাবে এখানে বন্দি ভাজা হয়েছে। এখান থেকে জিলাপি কিনে খাওয়ার মুহূর্তে ফটো ধারণ করেছিলাম। উপস্থিত যখন জিলাপি ভাজে, গরম গরম জিলাপি গুলো খুবই ভালো লাগে।

IMG_20241205_153255_648.jpg


বামুন্দি বাজারে যেতে একদিন অনেকগুলো মহিষ দেখেছিলাম। সেখান থেকে মূলত এই ফটোটা ধারণ করেছিলাম আমি। কত সুন্দর ভাবে মহিষগুলো একই জায়গায় অবস্থান করছে। জীবনে প্রথম এতগুলো একত্রে মহিষ দেখলাম। এর আগে কোনদিন এভাবে দেখেছি বলে আমার মনে হয় না।

IMG_20241122_164543_4.jpg


হঠাৎ মেজ জামাই স্ট্রোক করে মারা গেলেন। বয়স বেশি একটা হয়নি। ৫০-৫২ বছর বয়স মাত্র। কিন্তু বয়স এর সাথে তো মানুষের হায়াতের সাথ নেই। আজকে বেশ কিছুদিন হয়ে গেল তার ইহকাল ত্যাগ করা। দোয়া করি উনি যেন বেহেস্ত নসিব করুন। উনার জানাযায় অনেক মানুষের উপস্থিতি। সেই মাটি দেওয়ার মুহূর্তে ফটোর ধারণ করেছিলাম।

IMG_20241201_164934_858.jpg


পোস্ট বিবরণ


বিষয়রেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


PUSS_VILLA.png

Sort:  
 3 days ago 

বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনার মেজ জামাই এর ইন্তেকালের কথাটা শুনে খুবই খারাপ লাগলো। আসলে মানুষ যে কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে সেটা মহান সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না।

 22 hours ago 

দারুন মন্তব্য করেছেন আপনি

 3 days ago 

ভাইয়া আপনার এই বিভিন্ন রকমের ফটোগ্রাফি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। গ্রামীন পটুভূমির প্রতিটি ফটোগ্রাফি যেন গ্রাম বাংলার কথা আমাদের কাছে পৌঁঁছে দিচ্ছে। যাই হোক এমন দারুন করে ফটো্গ্রাফিগুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 22 hours ago 

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 days ago 

আপনার ফটোগ্রাফিতে ফুলের সৌন্দর্যগুলো বেশ ভালো লেগেছে বিশেষ করে জবা ফুল এবং কলমি ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 22 hours ago 

আশা করব এভাবে পাশে থাকবেন

 3 days ago 

05-01-25

Screenshot_20250105-190341.jpg

Screenshot_20250105-193228.jpg

Screenshot_20250105-193348.jpg

 3 days ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। বিশেষ করে আপনার শেয়ার করা প্রজাপতির ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে ভাইয়া।

 22 hours ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 3 days ago 

সত্যিই আজ আপনি বিভিন্ন ধরনের এলোমেলো ফটো পোস্ট করেছেন। একদম শেষের ছবিটি হৃদয়বিদারক।আবার ফুলের ছবিগুলো চোখের প্রশান্তি এনে দেয়। বাজারে চানাচুরের ছবি জিভে জল এনে দেয়। সব মিলিয়ে কোন ছবিটাই যে ভালো করে দেখব সেটাই ভেবে পেলাম না। তবে ছবিগুলো খুব ভালো তুলেছেন।

 22 hours ago 

চেষ্টা করেছি আপু বিভিন্ন রকমের ছবি দিয়ে পোস্ট সাজাতে

 3 days ago 

অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার চমৎকার এই রেনডম ফটোগ্রাফি গুলো দেখে। অনেক সুন্দর ভাবে আপনি রেনডম ফটোগ্রাফি ধারণ করেছেন। সেই সমস্ত ফটোগ্রাফি গুলো এই পোস্টের মাঝে উপস্থাপন করেছেন বর্ণনার সাথে। চমৎকার হয়েছে আপনার পোস্ট উপস্থাপন করা।

 22 hours ago 

মন্তব্য দেখে ভালো লাগলো

 3 days ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। একদম শেষের ফটোগ্রাফি টা দেখে খুবই খারাপ লাগলো। দোয়া করি আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন। বাকি সবগুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে। জবা ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 22 hours ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 days ago 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো তো অসাধারণ হয়েছে। এবং মহিষের ফটোগ্রাফিও চমৎকার লাগলো। এবং চর এলাকায় একসাথে এতগুলো মূল দেখা যায়। ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 22 hours ago 

হ্যাঁ প্রথম মহিষের ফটোগ্রাফি করলাম।

 2 days ago 

ভাইয়া আপনি তো দেখছি বিভিন্ন রকমের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি গুলোর মাঝে অনেকটা ভিন্নতা রয়েছে। আর দেখতে অনেক ভালো লাগছে। দারুন হয়েছে ভাইয়া।

 22 hours ago 

একটু চেষ্টা করেছি ভিন্ন তান্তে

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.25
JST 0.041
BTC 96936.19
ETH 3381.62
USDT 1.00
SBD 2.40