সত্যিই আজ আপনি বিভিন্ন ধরনের এলোমেলো ফটো পোস্ট করেছেন। একদম শেষের ছবিটি হৃদয়বিদারক।আবার ফুলের ছবিগুলো চোখের প্রশান্তি এনে দেয়। বাজারে চানাচুরের ছবি জিভে জল এনে দেয়। সব মিলিয়ে কোন ছবিটাই যে ভালো করে দেখব সেটাই ভেবে পেলাম না। তবে ছবিগুলো খুব ভালো তুলেছেন।
চেষ্টা করেছি আপু বিভিন্ন রকমের ছবি দিয়ে পোস্ট সাজাতে