DIY: ব্যাটারি ও কন্ট্রোলার বাদে সৌর প্যানেল দিয়ে খুব সহজেই ফ্যান চালানোর সহজ উপায় তৈরি
আজ - বুধবার
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগের সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের নতুন একটি ইউনিক পোস্ট। আজকে আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিতে পারব যে কিভাবে অল্প খরচে সৌর প্যানেল দিয়ে সারা দিন ফ্যান চালানো যায়। অর্থাৎ ফ্রি এনার্জি মাধ্যমে বিশেষ সার্ভিস গ্রহণ এই গরমের দিনে। যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ এভাবেই চলবে ফ্যান।
আজকে আপনার শিখে নিতে পারবেন অল্প খরচে দীর্ঘ পঁচিশ বছর গ্যারান্টি যুক্ত ফ্রী বিদ্যুৎ গ্রহণ এর মধ্য দিয়ে সারাদিন দুইটা ফ্যান চালানো বিশেষ প্রসেস। আর কথা না বাড়িয়ে মূল কার্যক্রম চলে যাওয়া যাক। তাই সকলকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা খুব সহজেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করবো এই ব্লগের মাধ্যমে।
ক্রমিক নং | নাম | সংখ্যা |
---|---|---|
১ | সৌর প্যানেল | একটি |
২ | ডিসি 12 ভোল্ট মটর | দুইটি |
৩ | ফ্যানের পাখা | দুইটি |
৪ | ফ্যানের পাখা আটার | দুইটি |
৫ | সোলার ব্যবহৃত তার | প্রয়োজন অনুযায়ী |
ক্রমিক নং | নাম | পিচ |
---|---|---|
১ | স্ক্রু ড্রাইভার | একটি |
২ | ব্লেড | একটি |
প্রথমে সৌর প্যানেলটি আনবক্সিং করে নিলাম।
সৌর প্যানেলের পিছনের অংশে তাঁর লাগানো বক্স টি আন বক্সিং করলাম।
সৌর প্যানেলের তাঁরের এক সাইট থেকে প্রটেকশন চামড়া কেটে দূর করে দিলাম। তার ভেতর থেকে লাল এবং কালো কালারের দুইটি তাঁর বের হয়ে এলাম। সে তাঁর দুটির চামড়া কেটে দিয়ে তাঁরের খেই বের করে নিলাম। এবং তা সৌর প্যানেলের পিছনে বোর্ডের সাথে সংযুক্ত করার জন্য দুইটি ছিদ্রের যেকোনো একটি ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে ছিদ্র এটে দিলাম।
এবার লাল তাঁরের খেই প্লাস স্থানে সংযুক্ত করলাম এবং কাল তাঁরের খেই টি মাইনাস পয়েন্টে সংযুক্ত করে দিলাম। তাঁর সংযোগ হয়ে গেলে বক্সটি আটকে দিলাম উপরের খাপ দিয়ে।
এবার মোটর দুইটির উপর অংশের স্যপের মাঝ বরাবর গোল করে কিছুটা প্যাচ কাটার ছিদ্র থাকে, ছিদ্র বরাবর বেড়া বাধা তার পেছিয়ে নিব। যাতে ওখানে পাখা পরালে টাইট ভাবে লেগে থাকে।
এবার বারো ভোল্ট ডিসি মোটরের পাখা লাগানোর পালা।
![]() | ![]() |
---|
এবার সৌর প্যানেলটি নির্দিষ্ট একটি রুদ্র স্থানে স্থাপন করি, খেয়াল রাখতে হবে যেন সেখানে কোন ছামা না আসে।
এবার মোটর পাখা সংযুক্ত ফ্যানটি স্থাপনের জন্য নির্দিষ্ট জায়গায় উপস্থিত হলাম।
সৌর প্যানেলে যেভাবে তাঁর সংযুক্ত করা হয়েছে ঠিক সেভাবেই বারো ভোল্টের মোটর টিতে প্লাস-মাইনাস লক্ষ্য রেখে তাঁর সংযুক্ত করতে হবে।
বন্ধুরা, ভালোভাবে লক্ষ্য করুন,দেখুন ফ্যানটা সুন্দর ভাবে দ্রুত গতিতে ঘুরছে। আর এই ফ্যান ঘোরার দৃশ্য দেখে আমার বড় ভাই অতি আনন্দের সাথে হা হা করে হাসছে । আর এরই সাথে আমার আজকের কার্যক্রম সমাপ্ত হল।
আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।
💖আমার পরিচয়💖
আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। তবে মড়কাবাজার, গাংনী,মেহেরপুর এ গ্রিনরেইন ল্যাবরেটরী স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের ইংরেজি শিক্ষক হিসাবে জয়েন করেছি। এছাড়াও ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। বাংলার স্টুডেন্ট হওয়াই,রূপ রস ছন্দ অলংকার সম্মিলিত কবিতা লেখা যথেষ্ট পারদর্শী কিন্তু লেখার প্রয়োজন বোধ করি না। পূর্বে চর্চা করতাম এখন ছেড়ে দিয়েছিলাম, তবে বর্তমান আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কবিতা লেখার সুযোগ থাকায় পুনরায় শুরু করেছে।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
💖💞💞💖
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | itel vision 1 |
ক্যামেরা | Al dual camera-8mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৫ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
আপনি অনেক সুন্দর ভাবে ব্যাটারি ও কন্ট্রোলার বাদে সৌর প্যানেল দিয়ে খুব সহজেই ফ্যান চালানোর সহজ উপায় উপায়গুলো ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর ভাবে শেয়ার করার পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশাকরি এভাবে পাশে থাকবেন।
খুবই ভালো লাগলো আপনার পোস্ট দেখে চমৎকার একটি জিনিস উপস্থাপন করেছেন আপনি আমাদের সামনে, সবার পোস্ট থেকে আপনার এই পোস্টটি একদম আলাদা এবং ইউনিক ছিল, এভাবে এগিয়ে যেতে থাকুন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
হ্যাঁ ভাই, সুমন মানে নতুন কিছু।
যদিও এভাবে মোটর বানানো সম্ভব। ভোল্টেজ ড্রপ ডাউন এর কারনে মোটরটি নষ্ট হয়ে যেতে পারে। আর এ ছাড়াও যদি ব্যাটারি ছাড়াই ঘোড়ার তাহলে রাতের মধ্যে ঘুরাতে পারবেন না কারণ রাতের মধ্যে সূর্যের আলো পাবেন না। তাই বলবো সুরক্ষার জন্য অবশ্যই ব্যাটারি এবং কন্ট্রোলার ব্যবহার করুন।
আঠারো ভোল্টের মোটর এর জন্য কোন কন্ট্রোলার প্রয়োজন হয় না ভাই। রাতে প্রয়োজনে ব্যাটারি লাগে। দিনের ফ্রি এনার্জি জন্য এটাই উপযুক্ত।
আমি কন্ট্রোলার এর কথা বলি নি ভোল্টেজ এর কথা বলেছি,ভোল্টেজ ডাউন হলে আপনার মোটর টি ড্যামেজ হতে পারে
আমার রুমের টানা তিন বছর চলছে, আজ পর্যন্ত নষ্ট হয়নি।
ব্যাটারি ও কন্ট্রোলার বাদে সৌর প্যানেল দিয়ে খুব সহজেই ফ্যান চালানোর সহজ উপায় আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই দক্ষতা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এই জিনিস তৈরি করার ফলে আমরা অতি সহজেই ফ্যান চালাতে সক্ষম হব।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই পাশে পাবো সর্বদা।