You are viewing a single comment's thread from:
RE: DIY: ব্যাটারি ও কন্ট্রোলার বাদে সৌর প্যানেল দিয়ে খুব সহজেই ফ্যান চালানোর সহজ উপায় তৈরি
যদিও এভাবে মোটর বানানো সম্ভব। ভোল্টেজ ড্রপ ডাউন এর কারনে মোটরটি নষ্ট হয়ে যেতে পারে। আর এ ছাড়াও যদি ব্যাটারি ছাড়াই ঘোড়ার তাহলে রাতের মধ্যে ঘুরাতে পারবেন না কারণ রাতের মধ্যে সূর্যের আলো পাবেন না। তাই বলবো সুরক্ষার জন্য অবশ্যই ব্যাটারি এবং কন্ট্রোলার ব্যবহার করুন।
আঠারো ভোল্টের মোটর এর জন্য কোন কন্ট্রোলার প্রয়োজন হয় না ভাই। রাতে প্রয়োজনে ব্যাটারি লাগে। দিনের ফ্রি এনার্জি জন্য এটাই উপযুক্ত।
আমি কন্ট্রোলার এর কথা বলি নি ভোল্টেজ এর কথা বলেছি,ভোল্টেজ ডাউন হলে আপনার মোটর টি ড্যামেজ হতে পারে
আমার রুমের টানা তিন বছর চলছে, আজ পর্যন্ত নষ্ট হয়নি।