বেশ কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 days ago


আসসালামু আলাইকুম



IMG_20230309_092109_919.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করব আমার এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। চলো তাহলে আর দেরি না করে এক নজরে দেখে আসি ফুলগুলো।


ফুলের ফটোগ্রাফি সমূহ:


ফুল ভালোবাসাটাই এমন মানুষ খুব কম রয়েছে। আমরা যারা ব্লগ করি, সবাই কমবেশি ফুলের ফটো ধারণ করার চেষ্টা করে থাকি। ঠিক তেমনি ভালোলাগার ফুলের মধ্যে শীতকালীন ফুল হিসেবে রয়েছে ডালিয়া ফুল। ডালিয়া ফুলগুলো বেশ বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে তার মধ্যে এই ডালিয়া ফুলটা অনেক সুন্দর এবং দেখার মতো। আমার কাছে বেশি ভালো লাগে এই ফুলগুলো বেশ অনেকদিন ফুটে থাকে এবং বেশ একটু বড়সড় হয় বলে।

IMG_20230225_091543_123.jpg


এখন আপনারা দেখতে পাচ্ছেন চাল কুমড়ার ফুল। চালকুমাড়ার ফুল আমার কাছে অনেক ভালো লাগে। এ ফুলগুলো গ্রামে গঞ্জে সর্বস্থানেই দেখা যায়। বিশেষ করে এই ফুলগুলো গন হলুদ আকৃতির হয়ে থাকে এজন্য এর সৌন্দর্য টা একটু বেশি।

IMG_20241016_121241_192.jpg


বর্ষাকালের শাকসবজি ফুলের মধ্যে অন্যতম ফুল, ঝিঙে ফুল। আমরা প্রায় খেয়াল করে থাকি এই ফুলগুলোকে। এবার আমার সবজি বাগানে বেশ অনেক ঝিঙে গাছ ছিল এবং সেখানে প্রচুর ফুল ফুটেছিল।

IMG_20241020_173929_470.jpg


এখন আপনারা যে ফুল লক্ষ্য করছেন এটা লেবু গাছের ফুল। লেবুর কাছে এখন ফুল ফোটার সময়। তবে আমাদের বাড়িতে যে দুইটা লেবু গাছ রয়েছে সারা বছর কম বেশি এই গাছে ফুল দেখা যায়। আমার কাছে বেশ ভালো লাগে এ জাতীয় ফুল গুলো দেখে। যেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।

IMG_20241101_081800_213.jpg


গ্রামীণ ভাষায় এই ফুল টাকে কে ক্যাংড়া ফুল বলে থাকে। ঘন সবুজ পাতার মাঝখানে যখন লিল আকৃতির এ ফুলগুলো ফুটে থাকে, দেখতে বেশ চমৎকার লাগে। এই ফুলের গাছগুলো মাঠে-ঘাটে বেশি দেখতে পাওয়া যায়। গাছগুলো বেশ লটড়ানো। ছোট ছোট পাতার পাশে ছোট ছোট এই ফুলগুলো যেন দৃষ্টি আকর্ষণ করে।

IMG_20241101_082029_205.jpg


এখন আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা জলপাই আলুর ফুল। আমাদের পুকুর পাড়গুলোতে বেশ জলপাই আলু গাছ লক্ষ্য করা যায়। এই ফুলটা কিছুটা সিমের ফুলের মত আবার বরবটির ফুলের মত। আর এই তিনটা গাছে আমার পুকুর পাড়ে একই স্থানে রয়েছে। একই রকমের ফুল ফোটে, বেশ ভালই লাগে। যখন মাছের খাবার দিতে যাই, এই ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারি।

IMG_20241104_081244_548.jpg


এখন আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ফুল। সরিষা ফুল আমার কাছে বেশ ভালো লাগে। বিভিন্ন ফুলের মধ্যে এটা অন্যরকম এক ভালো লাগার ফুল। এখন শীতের সময়। ফসলের মাঠগুলোতে সরিষা ফুলে পরিপূর্ণ। তবে আফসোস এখন পর্যন্ত ফসলের মাঠে এই ফুল ফটো ধারণ করতে পারি নাই।

IMG_20241104_082149_842.jpg


এটা একপ্রকার মেঠো ফুল। মাঠে ঘাটে বিভিন্ন স্থানে ফুলগুলো ফুটে থাকতে দেখা যায়। ফুলগুলো কিছুটা সাদা আকৃতির। খেয়াল করে দেখেছি এগুলো অনেকে গরুর ঘাস হিসেবে কেটে নিয়ে যায়। তবে তার মধ্যে যে সমস্ত গাছগুলো এড়ে থাকে, সেখানেই এমন চমৎকার চমৎকার ফুল ফুটতে দেখা যায়।

IMG_20241104_082307_609.jpg


এটাও একপ্রকার বনফুল। এই ফুলটার নাম আমার জানা নেই। গাছগুলো একটু লম্বা ও দেখার মত হয় কিন্তু ফুলগুলো খুবই ছোট তবে বেশ আকর্ষণীয়। গোলাপি বর্ণের এই ফুলগুলো একটু জুম করে ফটো ধারণ করতে পারলে অনেক সুন্দর দেখায়। বেশ এক মাস আগে ফুলগুলো লক্ষ্য করেছি কিন্তু এখন আর এই ফুলগুলো দেখি না। সময় সাপেক্ষে গাছগুলো নষ্ট হয়ে গেছে। হয়তো নির্দিষ্ট সময়ে আবারও এই ফুল ফুটবে।

IMG_20241104_083758_877.jpg


পোস্ট বিবরণ


বিষয়ফুল ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


PUSS_VILLA.png

Sort:  
 2 days ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে।আপনার তোলা ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। সব গুলো ফটোগ্রাফির সাথে দারুণ বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

সবকটি ফুলের ছবি দুর্দান্ত তুলেছেন। আমাদের খুব চেনা সবজি গাছগুলোর ফুলগুলি যে এত সুন্দর হয় তাহলে তো অনেকেই জানে না। চাল কুমড়া ফুল থেকে শুরু করে লেবু ফুল, অচেনা ফুলগুলি যে এতো সুন্দর হয় তা না দেখলে যেন বিশ্বাসই হয় না। অসাধারণ একটি অ্যালবাম আমাদের সাথে শেয়ার করলেন।

 2 days ago 

ফুল মানেই প্রকৃতির শোভাবর্ধক। কি সুন্দর সুন্দর সব ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আর শীতকাল মানে সরিষা ফুল বা ডালিয়া ফুলের রমরমা। বাকি ফুলগুলো এতকাল নিজের চারপাশে দেখেছি কিন্তু নাম জানতাম না। আপনার পোস্ট পড়ে অনেকগুলো ফুলেরই নাম শিখে গেলাম।

 2 days ago 

জলপাই আলুর ফুল নামের এই ফুলটি আজকে প্রথম জানতে পারলাম আপনার পোস্ট থেকে ভাই। তাছাড়াও অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলি ও অত্যন্ত চমৎকার হয়েছে। যা দেখলেই হৃদয় জুড়িয়ে যাচ্ছে। ফুলগুলোর সাথে বর্ণনাও কিন্তু খুবই গোছালোভাবে দিয়েছেন। সব মিলিয়ে আপনার ফুলের ফটোগ্রাফি পোস্টটি এতই ভালো লেগেছে যে আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার জন্য অপেক্ষায় রইলাম।

 2 days ago 

খুবই সুন্দরভাবে করেছেন আপনি প্রতিটা ফুলের ফটোগ্রাফি। আর আমার কাছে ফটোগ্রাফি গুলো দেখতেও খুব ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। প্রতিটা ফুলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছে। আপনি দক্ষতাকে কাজে লাগিয়ে ফটোগ্রাফি গুলো করেছেন, এটা দেখেই বুঝতে পেরেছি।

 2 days ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আসলেই ভীষণ ভালো লাগে। আপনি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রথম ডালিয়া ফুলের ফটোগ্রাফি এবং চাল কুমড়া ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খুব দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

20-12-34

Screenshot_20241220-184226.jpg

Screenshot_20241220-184136.jpg

Screenshot_20241220-184037.jpg

Screenshot_20241220-183321.jpg

 2 days ago 

বিভিন্ন রকম ফুল আমার অনেক বেশি ভালো লাগে। আর ফুল দেখলে মনটাও অনেক ভালো হয়ে যায়। আমি ফুলের ফটোগ্রাফি দেখতেও অনেক বেশি ভালোবাসি। অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি সবার মাঝে শেয়ার করেছেন। ডালিয়া ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার কাছে দেখতে।

 yesterday 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আসলে একটা সামান্য ফুলকে কি করে এত সুন্দর করে আপনার উপস্থাপন করেন তা দেখতে আমার খুব ভালো লাগে। আজ আপনি প্রত্যেকটা ছবি সম্পর্কে যে ধারণা দিয়েছেন সেগুলো একদম সুস্পষ্ট ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20