সবকটি ফুলের ছবি দুর্দান্ত তুলেছেন। আমাদের খুব চেনা সবজি গাছগুলোর ফুলগুলি যে এত সুন্দর হয় তাহলে তো অনেকেই জানে না। চাল কুমড়া ফুল থেকে শুরু করে লেবু ফুল, অচেনা ফুলগুলি যে এতো সুন্দর হয় তা না দেখলে যেন বিশ্বাসই হয় না। অসাধারণ একটি অ্যালবাম আমাদের সাথে শেয়ার করলেন।