# আমার জীবনের কঠিনতম রাত
অনেক মানুষের কাছে শুনেছি যে বাচ্চাদের গায়ে গরম জল পরে পুড়ে গেছে তখন খুব কষ্ট পেতাম । কিন্তু কখনো ভাবিনি যে এদিনটা আমার জীবনে আসবে আমি কখনো আশা করিনি ।
যেদিন আমার প্রিয় সাইট (Steemit) তে পরিচয় পর্ব নিয়ে আর্টিকেল লেখার কথা১৩ ই এপ্রিল ২০২২ অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস সেদিন আমার ছেলেকে চট্টগ্রাম মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। ওর গায়ে গরম জল পরে পা দুটো পুড়ে গেছে খূব কষ্ট পেয়েছে বাবাটা। মনে হয়েছিল যে ঈশ্বর আমার ছেলের এই কষ্টটা আমাকে না দেখিয়ে যদি আমার জীবনটা নিয়ে নিতো খুব ভালো হতো । তারপর অনেক যুদ্ধ করে আমার ছেলেটা রিকভারি করছে । এখন সবার আশীর্বাদে ভালো আছে সবাই সবার সন্তানদের প্রতি খেয়াল রাখবেন ।
@subornamojumder
আপু আপনার পোস্ট পড়ে খুবই খারাপ লাগলো। আসলে বিপদ কার কখন আশে সেটা কেউ বলতে পারে না। দোয়া করি আপনার বাবু যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।
আপু আপনি অবশ্যই আমার বাংলা ব্লগে পরিচিতিমূলক পোস্ট করতে পারবেন। আপনাকে সহযোগিতা করতে আমরা সবসময় আপনার পাশে আছি।
তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আমরা প্রতি মাসে কিছু সময়ের মধ্যে নিউ মেম্বার নিয়ে থাকি। সুতরাং এই মুহূর্তে আপনি আমাদের discord server এ জয়েন করতে পারেন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ আপনাকে।
👇
Discord link : https://discord.gg/zkvm7ZuT
সৃষ্টিকর্তা আপনার বাচ্চাকে পরিপূর্ণ সুস্থ করে দিক। এই দোয়া করি। আমাদের ফাউন্ডার এর আরো দুটো কমিউনিটি আছে। আপনি ইচ্ছা করলে সেখানে আপাতত পোস্ট করতে পারবেন। আপনার পোষ্টের মান ভালো হলে সেখান থেকে সাপোর্ট পাবেন। তবে অবশ্যই সেই কমিউনিটির নিয়মকানুন মেনে পোস্ট করতে হবে। নিচে আমি আপনাকে সেই কমিউনিটি দুটির লিংক দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে।
ট্রন ফ্যান ক্লাব
https://steemit.com/trending/hive-183397
বিউটি অফ ক্রিয়েটিভিটি
https://steemit.com/trending/hive-144064
আপু আপনার মত আমার ঘরেও এই বয়সের একটি ছেলে সন্তান আছে, আর তাই আপনার ছেলেকে যখনই দেখছি তখনি আমার ছেলের সন্তানের মুখটি বারবার ভেসে উঠছে। ছোট বাবুকে এত কষ্ট উপরওয়ালা না দিলেও পারতো। কিন্তু ভাগ্যকে মেনে নিতে হবে আপু। আর তাই আপনার বাবুর জন্য উপরওয়ালার কাছে ফরিয়াদ জানাচ্ছি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। ছোট বাবুটিকে নিয়ে সুস্থ থাকুন ও ভালো থাকুন এই প্রত্যাশা করছি।
প্রার্থনা করি আপনার বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর ভবিষ্যতে সাবধানে থাকবেন বাচ্চাদের সাবধানে রাখবেন। আশা করি আপনাকে আবারও সুযোগ দেয়া হবে
ধন্যবাদ
প্রার্থনা করছি আপনার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসলে এরকম পরিস্থিতি চোখের সামনে দেখলে কোন বাবা-মা নিজেকে স্থির রাখতে পারেনা। আশা করছি আপনার ছেলে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
ধন্যবাদ।
দেখে খুব কষ্ট লাগছে। আপনি মা হিসেবে কিভাবে সহ্য করে আছেন সন্তানের এত কষ্ট। আর এত ছোট শিশু কতই না কষ্ট সহ্য করছে। সৃষ্টিকর্তা ওনাকে দ্রুত আরোগ্য লাভ করুক এই কামনা করছি।
thank you
thank you