আপু আপনার মত আমার ঘরেও এই বয়সের একটি ছেলে সন্তান আছে, আর তাই আপনার ছেলেকে যখনই দেখছি তখনি আমার ছেলের সন্তানের মুখটি বারবার ভেসে উঠছে। ছোট বাবুকে এত কষ্ট উপরওয়ালা না দিলেও পারতো। কিন্তু ভাগ্যকে মেনে নিতে হবে আপু। আর তাই আপনার বাবুর জন্য উপরওয়ালার কাছে ফরিয়াদ জানাচ্ছি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। ছোট বাবুটিকে নিয়ে সুস্থ থাকুন ও ভালো থাকুন এই প্রত্যাশা করছি।