You are viewing a single comment's thread from:
RE: কলকাতা বইমেলা থেকে প্রথমদিনে আমার সংগ্রহ করা বইয়ের ডালি
একদিনে এত বই কিনলেন দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে বইমেলার অর্ধেক বই আপনি নিয়ে এসেছেন। এত ব্যস্ততার মাঝে কত দিনে পড়ে শেষ করবেন দাদা এতগুলো বই। তবে খুব সুন্দর সুন্দর বই এনেছেন দেখে আমার ও খুব পড়তে ইচ্ছে করছে। দাদা আপনি পড়ার পার যেগুলো আপনার কাছে বেশি ভালো লাগবে সেই বইগুলো আমাদের সাথে শেয়ার করবেন বুক রিভিউ এর মাধ্যমে যদি আপনার হাতে সময় থাকে তাহলে। আপনি খুব তাড়াতাড়ি বইগুলো পড়ে শেষ করেন এই কামনা করি।
আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব