কলকাতা বইমেলা থেকে প্রথমদিনে আমার সংগ্রহ করা বইয়ের ডালি

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুরা,

শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?

কাল কলকাতা বই মেলা থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিলো তাই আর কোনো কাজ টাজ তেমন করিনি । মোট ৪৪ টা বই সংগ্রহ করতে পেরেছি কাল । ১৩ই মার্চ পর্যন্ত চলবে বই মেলা । আরো দুই দিন যাবো । তবে এবার টিনটিনকে নিয়ে যাবো না । টিনটিন সাথে থাকলে ঠিকমতো ঘোরাঘুরি করা যায় না ।

কাল আমার সাথে আমাদের কমিউনিটি'র সবার প্রিয় মডারেটর @winkles গিয়েছিলো । আমি, তনুজা, টিনটিন আর উইঙ্কলেস । মেলায় কাল মোটে ১০% এর মতো অংশে ঘুরতে পেরেছি । এক গাদা বই টেনে টেনে ঘোরা সোজা কথা নয় মোটেও ।

কাল কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করা আমার বইয়ের একটি অংশ আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফোটোগ্রাফির মাধ্যমে । আশা করছি ভালোই লাগবে আপনাদের ।


বইমেলার সাত নম্বর গেট


বইমেলায় দু'টি স্টলের ফোটোগ্রাফ


বই মেলায় আমাদের একটি সেলফি


বই মেলার মধ্যে এক স্থানে একটি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফোটোগ্রাফ


বইমেলা থেকে সংগ্রহ করা বইয়ের একাংশের ফোটোগ্রাফি


সময় : বিকাল ৪ টা থেকে রাত ৮টা
তারিখ : ০২ মার্চ, ২০২২
স্থান : কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা ২০২২, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

বই পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধি বেড়ে যায়। অনেক রহস্যময় গল্পের বই কিনেছেন দেখছি।আপনি এর আগে বলেছিলেন বই পড়তে খুবই পছন্দ করেন। একবার পড়া শুরু করলে শেষ অব্দি পড়তে থাকেন। আরও দুই ডালি বই কিনবেন বুঝতে পেরেছি দাদা।টিনটিন বাবুর জন্য বই কেনা অসুবিধা হয়েছে সেটা জেনে ভালো লাগলো। মেলার কিছু দৃশ্য পটভূমি দেখতে পেরে খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন সাথে ৪৪ টি যে বই কিনেছেন তার প্রত্যেকটির রিভিউ ও পাব আপনার কাছে খুবই সুন্দর ভাবে এটা কামনা করছি।

 3 years ago 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো

 3 years ago 

মাত্র ১০% ঘুরতে পারলেন তার মানে এটা অনেক বড় বইমেলা। এর আগের পোস্টে বলেছিলেন। যায়হোক ৪৪ টি বই কিনেছেন। আপনার বই পড়ার আগ্রহ যে আছে দাদা বুঝা যায়। আমার কাছেও কমিকস এর বইগুলো পড়তে অনেক ভালো লাগে। তবে দাদা আপনি কিন্তু সুন্দর হয়ে গেছেন 😑। ভালো থাকবেন সবসময় দাদা

 3 years ago 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো

 3 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা, এই পোস্টিতে অনেক সুন্দর সুন্দর বইয়ের নাম দেখতে পেলাম, বেশিরভাগ বই গুলো রহস্যে ভোরপুর, বই গুলো পরতেও অনেক ভালো লাগবে, আমরা আশাবাদি অতি সিগ্রোই বই গুলোর রিভিউ পাবো আপনার কাছ থেকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

 3 years ago 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো

 3 years ago 

ওরে বাপরে,,,,, ৪৪ টা বই। 😱😱

দাদার বাড়িতে যে পরিমাণে বই জমা হচ্ছে অনেক লাইব্রেরীতেও এত বই নেই।

আবার যেদিন যাবেন সেদিন আগে ঘোরাঘুরি করে নেবেন। একদম শেষে বই কিনবেন। আগেই বই কিনলে ঘোরাঘুরি করতে পারবেন না। আপনার জন্য শুভকামনা দাদা।

 3 years ago 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো

 3 years ago 

দাদা আপনার মত আমারও বই পড়ার ও কেনার অনেক শখ। আমি জানি বই কিনে কেউ দেউলিয়া হয় না। প্রয়োজনে আমি এক বেলা না খেয়ে থাকি তারপরও দুপুরে কি বই কেনার চেষ্টা করি। আপনার বইয়ের সংগ্রহশালা দেখে মনটা ভরে গেল। দোয়া করবেন দাদা যেন আপনার মত বই পড়ুয়া হতে পারি।

 3 years ago 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

We would like to request to vote for xpilar.witness as a witness ..
thanking you

 3 years ago 

Already upvoted by @rme with about 8 million sp

 3 years ago 

আশাকরি বইমেলা থেকে সংগ্রহ করা বই গুলো পড়ে সুন্দর করে রিভিউ দিবেন, এই অপেক্ষায় থাকলাম ভাই । তবে বইয়ের স্টলের নাম গুলো অনেক সুন্দর ছিল। বিশেষ করে, তুলি কলম নামটা আমার খুব ভালো লেগেছে ।

 3 years ago 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 3 years ago 

দাদা আপনি বই মেলায় ঘুরতে গিয়ে অনেক বই কিনেছেন। আমি জানি আপনি বই পড়তে ভালোবাসেন। তাই আপনি আপনার পছন্দের বই গুলো কিনে ফেলেছেন। অনেক ভালো লাগলো আপনার কেনা বইগুলোর ফটোগ্রাফি করে সকলের মাঝে শেয়ার করেছেন। আশা করছি এরপরে যখন আবারো বই মেলায় যাবেন তখন অনেক বই কিনবেন। অনেক সুন্দর ভাবে আপনি আপনার কেনা বইগুলোর ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 3 years ago 

একদিনে এত বই কিনলেন দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে বইমেলার অর্ধেক বই আপনি নিয়ে এসেছেন। এত ব্যস্ততার মাঝে কত দিনে পড়ে শেষ করবেন দাদা এতগুলো বই। তবে খুব সুন্দর সুন্দর বই এনেছেন দেখে আমার ও খুব পড়তে ইচ্ছে করছে। দাদা আপনি পড়ার পার যেগুলো আপনার কাছে বেশি ভালো লাগবে সেই বইগুলো আমাদের সাথে শেয়ার করবেন বুক রিভিউ এর মাধ্যমে যদি আপনার হাতে সময় থাকে তাহলে। আপনি খুব তাড়াতাড়ি বইগুলো পড়ে শেষ করেন এই কামনা করি।

 3 years ago 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101158.43
ETH 3649.74
USDT 1.00
SBD 3.20