এই শিমুল বাগানের কথা অনেক শুনেছি এটা অনেক সুন্দর জায়গা। তবে কখনো যাওয়া হয় নাই। আপনার ফটোগ্রাফির মাধ্যমে কিছু দৃশ্য দেখার সৌভাগ্য হলো, বেশি ভালো লাগলো বাগানে ৩০০০ শিমুল গাছ আছে এই কথা শুনে।তবে আপনি সত্যি বলছেন, কিছু দিন পর গেলে অনেক ভালো হতো তখন বাগান আরো কালারফুল থাকতো।
বাগানে বেঁধে রাখা ঘোড়াটি অনেক সুন্দর। আমি কখনো ঘোড়ায় চড়ি নাই কিন্তু চড়ার ইচ্চে আছে। কি অবস্থা আমার তো মনে হয় না জয়নুল আবেদিন ভাই এই বাগান পার্কের জন্য তৈরি করছে। আসলে লোকজনের আগ্রহ থেকেই এটা পার্কে পরিণত হইছে আর কর্তপক্ষ এখন সুযোগটা নিচ্ছে।
অষ্টম পার্ট পড়া হলো বাকিগুলো এখনো পড়া হয় নাই তবে পড়ে ফেলবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভ্রমণ কাহিনী পার্ট বাই পার্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালোবাসা অবিরাম ❣️❣️