You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২২
ভোরের শিশির বৃষ্টি,
দিচ্ছে আগাম ডাক।।
শীতের দোরগোড়ায়,
হিমেল হাওয়ার হাঁক।।
বলছে হেকে হিমেল হাওয়া
শোনো খেজুর গাছের গাছি,
তৈরি হও আসছে শীত
নিয়ে মাটির হাড়ি।
সকাল সকাল খেজুর রস
আনতে সবাই যাবে তোমার বাড়ি।
সেই রসে মা বানাবেন
হরেক পিঠে পুলি
সবাই মিলে খাবে দাবে
কেউ গাইবে গান
কেউবা আবার চুলার পাশে
খুলবে গল্পের ঝুলি।
আর কি চাই! শীত দারুন জমবে