আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভোরের শিশির বৃষ্টি,
দিচ্ছে আগাম ডাক।।
শীতের দোরগোড়ায়,
হিমেল হাওয়ার হাঁক।।
লেখক
লেখক এর অনুভূতি:
শীত যে আসন্ন সেটার অনুভূতি পেতে আমরা শুরু করেছি, সেই নিয়েই আমার আজকের ভাবনা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কুয়াশার চাদরে ঘেরা,
শিশির ভেজা সকালে,
হিমেল বাতাসে মিলেছে,
শিউলি ফুলের সুঘ্রান।
এ যেন শীতের আগমন,
বহুল প্রতীক্ষিত ক্ষন।
শিউলির গন্ধে মাতুক মন
অবশ্যই দাদা।
প্রভাতের কুয়াশামাখা চাদর,
আগমনী বার্তা নিয়ে।।
শীতের জড়ো ফাগুন এসে,
ঠান্ডা সমীরণের আভাস দিয়ে।।
ঘাসেরা পাবে নতুন প্রাণ,
সতেজতার সবুজ উদ্যান।।
গ্রামবাংলা হবে উৎসবে মুখরিত,
জয়গানে হবে পিঠার মাহাত্ম্য।।
আহা! পিঠে পুলিতে জমে উঠুক শীত।
একদম দাদা👍.
প্রকৃতি সেজেছে আজ নতুন রূপে
ভোরের শিশির ঘাসের ডাগায়,
ছুঁয়ে দিতে ইচ্ছে জাগায়,
মন তো তাই প্রকৃতির প্রেমে
হচ্ছে দিশেহারা,
তাইতো আমি হতাশ
এই প্রকৃতি ছাড়া ।
শিউলি ফুল অপরূপ তার সুবাস
হিমেল হাওয়া যতই দোল দেয়,
মনে লাগে আভাস ।
বাহ্ অনেক সুন্দর হয়েছে আপু। প্রকৃতি প্রেমে সব সময় মন মেতে থাকুক।
উৎসাহ মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
বলছে হেকে হিমেল হাওয়া
শোনো খেজুর গাছের গাছি,
তৈরি হও আসছে শীত
নিয়ে মাটির হাড়ি।
সকাল সকাল খেজুর রস
আনতে সবাই যাবে তোমার বাড়ি।
সেই রসে মা বানাবেন
হরেক পিঠে পুলি
সবাই মিলে খাবে দাবে
কেউ গাইবে গান
কেউবা আবার চুলার পাশে
খুলবে গল্পের ঝুলি।
আর কি চাই! শীত দারুন জমবে
ভোরের শিশির তোমাকে বড্ড বেশি ভালোবাসি
তোমার আগমনী বার্তার অপেক্ষায় আছি,
তুমি শীতল করবে আমার হৃদয়
তোমার শীতল স্নিগ্ধ ছোঁয়ায়।
তোমার পরশে রাঙাবো আমার হৃদয়
ঘুরবো এই প্রান্ত থেকে ওই প্রান্তে,
তোমার শীতল ছোঁয়ার প্রশান্তিতে
তোমাকে জানাই আগাম শুভেচ্ছা।
আপু আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যিই আপু আমরা শীতের পরশে হৃদয় রাঙাবো। হয়তো এরই প্রতীক্ষায় আছি।
ওয়াও আপু অসাধারণ হয়েছে। বেশ দুর্দান্ত লিখেছেন আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভোরের শিশিরের শীতলতায়
মন হয়েছে আজ শীতল,
প্রজাপতির কান্না বনে, মৃদু পবনে,
শীতের আগমন সুস্পষ্ট ঐ হিমেল হাওয়াতে।
আসে শীতের আনন্দ আমাদের মনে,
অসীম সৌন্দর্যের মেলা হয়ে,
শীতের এই আগমন,
সর্বকালের সুর হয়ে।
শীতের সকালের মিষ্টি রোদ্দুরে,
বসে আছি আমি।
সূর্যটা উঁকি দিয়ে,
দিচ্ছে আমায় হাতছানি।
মায়াময় এই মিষ্টি আলোয়,
আঁখি পেতে আমি, তোমার অপেক্ষায়।
তুমি এসে দিবে ইশারা,
আমি যে তারই প্রতীক্ষায়।
শিশির ভেজা ভোর বেলাতে
সতেজ হলো মন
এই ক্ষণেতে বন্ধু তোমার
বড়ই প্রয়োজন।
শীতের হিমেল হাওয়ায় ভেসে
উড়াল দিয়ে এসো
প্রাণের চেয়ে প্রিয় তুমি
আমায় ভালোবেসো।
♥♥
ভোরের শিশির মাখবো পায়ে
রাঙাবো দুটো পা
শিশির মাখা শীতল হাওয়ায়
জুড়াবে আমার গাঁ ।।
শিশির মাখা শিউলী নিয়ে
গাঁথবো প্রেমের মালা
সেই মালাতে গাথঁবো স্মৃতি
ভালোবাসার চাদরে মাখা।।
বাহ্ আপু আপনার অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু।
শীত আসছে এগিয়ে,
বোঝা যাচ্ছে শীতল বাতাসে।
এইতো আর কিছুদিন,
পরবে ধুম পিঠাপুলির।
থাকবে ঠান্ডা ঠান্ডা ভাব,
ব্যাডমিন কোর্টের হবে না অভাব।
শীতের আবহাওয়ায় দাঁড়াবে লোম,
আগুন ধরালে বাধবে লোক সমাগম
চারিদিকে পড়বে কুয়াশা,
মনে জাগবে নানান রকমের আশা।