মেলায় কাটানো মুহূর্ত

in আমার বাংলা ব্লগ12 hours ago

গত কয়েকদিন আগে সন্ধ্যাবেলার দিকে ছোট ভাই সাফির সঙ্গে বাইকে করে পার্শ্ববর্তী গ্রামে মেলা দেখতে গিয়েছিলাম। যেহেতু এখন শীত শেষের দিকে তাই কমবেশি প্রতিটি এলাকায় যেন ইসলামী সভা চলছে, যার কারণে সভা কে ঘিরে মেলা লাগছে প্রান্তিক গ্রামীণ অঞ্চলে।

গ্রামীণ মানুষগুলোর বিনোদনের কেন্দ্রবিন্দু যেন থাকে এই মেলা। দেখা যায় সবাই নতুন কাপড়চোপড় পড়ে পরিবার প্রিয়জন আত্মীয়-স্বজন কে সঙ্গে করে নিয়ে ঘুরতে আসে মেলায়। এই মেলাগুলো বড্ড ক্ষণস্থায়ী, সর্বোচ্চ এক থেকে দুই দিনের জন্য বসে।

20250206_190619-01.jpeg

20250206_185019-01.jpeg

20250206_190615-01.jpeg

20250206_190637-01.jpeg

20250206_184658-01.jpeg

20250206_185140-01.jpeg

20250206_190415-01.jpeg

20250206_184641-01.jpeg

20250207_203943.jpg

ভিডিও লিংক

এই স্বল্প সময়ের ভিতরেই মেলা বেশ জমে ওঠে। সকল বয়সের লোকজন ভিড় জমায় মেলাতে । সবার ভিতরেই যেন উৎসবমুখর পরিবেশ কাজ করে। আমি আসলে চেষ্টা করি যে কোন পরিবেশে নিজেকে খুব সহজেই মানিয়ে নেওয়ার জন্য। বলতে পারেন এটা আমার এক ধরনের অভ্যাস।

যেহেতু মেলায় গিয়েছিলাম তাই নানা বয়সের লোকজনের সঙ্গে কথা বলেছি, তাছাড়া বিভিন্ন স্টলে ঘুরেছি, মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গেও টুকটাক আলাপচারিতা হয়েছিল। তবে বাস্তবতা বড্ড নিষ্ঠুর, মেলা আর আগের মত নেই, মেলা হারিয়েছে তার নিজস্ব প্রাণ।

বিশেষ করে দোকানদারদের সঙ্গে যখন কথা বলেছিলাম, তখন তা স্পষ্ট বুঝতে পেরেছি। কেননা তারা অনেকেই বাধ্য হয়েই বলছে আগে বিভিন্ন জায়গায় মেলায় গিয়ে দোকান করেই সংসার চলতো, এখন আর তেমনটা হয় না। এখন মেলায় দোকান দেওয়ার পাশাপাশি অন্য কিছু করতে হয়, নইলে সংসার চলে না। যেহেতু মেলায় দোকান দেওয়া এক প্রকার নেশা, তাই এই নেশা ছাড়তে পারিনা।

ঘুরে ঘুরে পুরো মেলা দেখছিলাম আর বিভিন্ন তেলে ভাজা খাবার টুকটাক খাচ্ছিলাম। বিশেষ করে মুড়ি দিয়ে চানাচুর মাখা আমার ভীষণ প্রিয়। বেশ কয়েকটা দোকানে সেই খাবার খেয়েছিলাম । সবমিলিয়ে বলতে গেলে, সেদিন সন্ধ্যায় সময়টা বেশ দারুণ অতিবাহিত করেছি।

চেষ্টা করেছি আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেয়ার জন্য , আশা করি ভালো লাগবে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 hours ago 

শীতকালে সারাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। আর সেই উপলক্ষে মেলার মতো পরিবেশের সৃষ্টি হয়। মজার মজার খাবার খাওয়ার পাশাপাশি ওয়াজ শোনা যায়। যাইহোক আপনারা সেখানে গিয়ে সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 hours ago 

কৃতজ্ঞতা ভাই, আমার অনুভূতি বুঝে নেওয়ার জন্য।

 8 hours ago 

শুনে অনেক ভালো লাগলো চানাচুর দিয়ে মুড়ি মাখানো আপনার অনেক প্রিয় ।আমাদের এদিকেও কিছুদিন পর ইসলামী সবার জন্য মেলা বসবে। আসলেই এই মেলাতে যে অনেক ভালো লাগে আর বিভিন্ন খাবার বা বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হওয়া যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 hours ago 

তারমানে আপনারও প্রিয় খাবার ঝালমুড়ি মাখা , বাহ্। খাবারটা খেতে আসলেই বেশ মজা লাগে।

 8 hours ago 

আগের মত মেলাগুলো এখন আর মজার হয় না। আগে যেরকম প্রতিটা মেলায় যাওয়ার জন্য মানুষ অনেক বেশি আগ্রহী থাকত। কিন্তু বর্তমান সময়ে জায়গায় জায়গায় ছোটখাটো মেলাগুলো হয়ে থাকে সেখানে সবাই যেতে চায় না। তবুও ছোট বড় অনেকেই যায়। মেলায় গেলে খুব ভালো লাগে কিন্তু আগের মত সে আনন্দ পাওয়া যায় না। মেলায় আবার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তার মাঝে ঝাল মুড়ি খেতে খুবই ভালো লাগে। দেখেই তো লোভ লেগে গেলো ভাইয়া।

 4 hours ago 

আগের মত আর মেলার জৌলুশ নেই আপু, এটা একদম সত্য কথা।

 7 hours ago 

শীতকাল মানেই উৎসবের আমেজ, আর সেই সময়ে দেশের নানা প্রান্তে ওয়াজ মাহফিলের আয়োজন সত্যিই অসাধারণ।মেলা, খাবার আর ওয়াজ সবকিছু মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আপনার পোস্টটি দেখে মনে হলো, সেগুলো উপভোগ করতে গিয়ে সত্যিই দারুণ সময় কাটিয়েছেন। এমন সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 4 hours ago 

এটা সত্য আপু মেলায় বেশ ভালই সময় কাটিয়েছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96478.31
ETH 2636.75
USDT 1.00
SBD 2.34