আগের মত মেলাগুলো এখন আর মজার হয় না। আগে যেরকম প্রতিটা মেলায় যাওয়ার জন্য মানুষ অনেক বেশি আগ্রহী থাকত। কিন্তু বর্তমান সময়ে জায়গায় জায়গায় ছোটখাটো মেলাগুলো হয়ে থাকে সেখানে সবাই যেতে চায় না। তবুও ছোট বড় অনেকেই যায়। মেলায় গেলে খুব ভালো লাগে কিন্তু আগের মত সে আনন্দ পাওয়া যায় না। মেলায় আবার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তার মাঝে ঝাল মুড়ি খেতে খুবই ভালো লাগে। দেখেই তো লোভ লেগে গেলো ভাইয়া।
আগের মত আর মেলার জৌলুশ নেই আপু, এটা একদম সত্য কথা।