সমালোচনার বেড়াজাল
আপনি যে কাজই করুন না কেন, সমালোচনা আপনার কোন ভাবেই পিছু ছাড়বে না। বিশেষ করে কটু কথা। কেননা এক শ্রেণির মানুষ সর্বদা প্রস্তুত থাকেই, তির্যক মন্তব্য ছুড়ে মারার জন্য। অনেকেই এই কথার আঘাত নিতে পারে, অনেকেই আবার পারে না।
তবে একটা বিষয় আপনাকে মানতে হবেই, সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, সমালোচনার ভিতর দিয়েই সবাইকে যেতে হয়। তবে আপনি কিভাবে সমালোচনা গুলো গ্রহণ করছেন, এটা হচ্ছে দিনশেষে মুখ্য বিষয় ।
সমালোচনা যে সবসময় ইতিবাচক হবে ব্যাপারটা কিন্তু তেমন না, কেননা আপনার আশেপাশে সব শকুনের দল যেন নেতিবাচক সমালোচনার জালে ফেলে, আপনাকে নিয়ে পৈশাচিক আনন্দে মেতে ওঠার জন্য প্রস্তুত হয়ে আছে । অনেকেই তির্যক সমালোচনাগুলো নিতে পারে না, মুহূর্তেই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে।
আবার অনেকেই সমালোচনা গুলোকে পুঁজি বানিয়েই, সামনের দিকে অগ্রসর হয়। তবে এমন সংখ্যার মানুষ খুবই সীমিত, কেননা অধিকাংশ লোকজনই সমালোচনা গ্রহণ করতে পারে না। সেই তালিকায় আমি-আপনিও কিন্তু থাকতে পারি।
মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে বহু আগে থেকেই যুক্ত আছি, চেষ্টা করছি এলাকার নবীন ছেলেদের কে মাদক থেকে দূরে রাখার জন্য। সাফির সঙ্গে অবশ্য এভাবেই পরিচয় হয়ে গিয়েছিল, তারপর থেকে তো ওর সঙ্গে এক প্রকার ভালো সখ্য হয়েছে । ও চেষ্টা করছে নিজেকে বড্ড গোছানো-পরিবর্তন করার জন্য।
তবে ওর নেওয়া এই সুন্দর সিদ্ধান্তের জন্যই ওকে বেশ ভালই বেগ পেতে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থাতে। ওর অতীত জীবনের সঙ্গী গুলো যেন ওকে কোন ভাবেই ছাড়ছে না, প্রতিনিয়তই বাস্তবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কটু কথা বলেই যাচ্ছে।
কটু কথা ওকে এমন ভাবে আষ্টেপৃষ্ঠে ধরেছে যেন, ও কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিল, তবে কাঁধে হাত রেখে বলেছি, জীবনে আর যাইহোক কারো কথা শরীরে মাখিও না।
ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার কথাগুলো খুবই বাস্তব এবং গভীর। সমালোচনা একটি অঙ্গীকার হয়ে ওঠে, যা মানুষের জীবনে বারবার আসে, কখনো কটু ভাষায়, কখনো বা সোজাসাপটা। কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা সেই সমালোচনাকে কীভাবে গ্রহণ করছি। কিছু মানুষ সহজেই এটার প্রভাব নিতে পারেন, আবার অনেকেই সেটিকে নিজেদের অগ্রগতির পথে বাধা মনে করে।জীবনের পথে চলতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শেখা উচিত, তা হলো, নিজের মূল্যবোধ এবং সংকল্পের প্রতি অবিচল থাকা।আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
আমার কাছেও তেমনটাই মনে হয় আপু।
এই সমাজে মানুষ নিজের ভুল বুঝে ঘুরে দাঁড়াবে সেটা ও কেউ হতে দেয় না।সমালোচনার একটা লিমিট থাকা দরকার।সোশ্যাস মিডিয়াতেও এসব নিয়ে বলতে ছাড়ে না তবে তো বেশ খারাপ ব্যাপারই।সাফি ভাইয়া এসব সমালোচনার উর্ধ্বে গিয়ে ভালো একজন মানুষ হয়ে উঠুক এটাই চাওয়া আমার।
আমিও চাই সাফি নিজের পায়ে দাঁড়াক এবং আত্মনির্ভরশীল হোক।
সমালোচক থাকবেই যেকোনো কাজে। তবে আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই করবো। হতে পারে আমার কাজটা তাদের কাছে দৃষ্টিকটু। কিন্তু দিনশেষে আমি জানি আমি রাইট ট্র্যাকে যাচ্ছি। দিনশেষে আপনি ছোট ভাইটার পাশে দাঁড়িয়েছেন জেনে ভালো লাগলো। সমাজের মাদকবিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকুক।
আমিও তাই ভাবি, সমালোচনা শরীরে মাখানোর কোন মানেই হয় না ।
আসলে সমালোচকদের কাজ-ই হচ্ছে সমালোচনা করা। তবে সেটা যদি আমরা গায়ে মাখি,তাহলে নিজেদেরই লস। সাফি গোছানো জীবনযাপন করার চেষ্টা করছে, এটা জেনে খুব ভালো লাগলো। আপনি যেহেতু সাফির পাশে আছেন,আশা করা যায় সাফি পুরনো সঙ্গীদের সাথে ভুলেও মিশবে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমিও বিশ্বাস করি ভাই, সাফি ঘুরে দাঁড়াবে।
সমালোচনা সব সময় থাকবে, কিন্তু সেটাকে কীভাবে গ্রহণ করবো, সেটাই আসল ব্যাপার। যারা ইতিবাচকভাবে সমালোচনাকে গ্রহণ করে, তারা এগিয়ে যায়। সাফির মতো পরিবর্তনের পথে থাকা মানুষদের পাশে থাকা দরকার, কারণ সত্যিকারের শক্তি আসে নিজের ওপর বিশ্বাস থেকে। 💙
দারুণ বলেছেন ভাই, ভালো লাগলো আপনার মতামত।