সমালোচক থাকবেই যেকোনো কাজে। তবে আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই করবো। হতে পারে আমার কাজটা তাদের কাছে দৃষ্টিকটু। কিন্তু দিনশেষে আমি জানি আমি রাইট ট্র্যাকে যাচ্ছি। দিনশেষে আপনি ছোট ভাইটার পাশে দাঁড়িয়েছেন জেনে ভালো লাগলো। সমাজের মাদকবিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকুক।
আমিও তাই ভাবি, সমালোচনা শরীরে মাখানোর কোন মানেই হয় না ।