আবৃত্তি | শূন্য
এতদিন থেকে যত ব্লগ লিখেছি, তার ভিতরে কবিতা লিখেছি হাতেগোনা কয়েকটা। সম্ভবত এবার নিয়ে ছয়টা কবিতা লিখলাম। কবিতা লেখা অনেকটা ধৈর্য,চিন্তাভাবনা ও সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া যেহেতু কবিতা শক্ত একটা মাধ্যম নিজের অনুভূতি প্রকাশের , তাই কোন অবস্থাতেই এই বিষয়ে আমি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই।
নিজের কবিতা নিজেই লিখি, নিজেই আবৃত্তি করি এবং মাঝে মাঝে চেষ্টা করি পাঠকের সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য। যদিও প্রকাশের পরে নিজের বলে আর কোন কিছু থাকেনা , তারপরেও যেহেতু অনুভূতির ব্যাপার তাই দুর্বলতা খানিকটা থেকেই যায়।
শূন্য
লেখাঃ শরীফ শুভ
সবার কি মন ভালো করার দায়িত্ব নিয়েছি,
প্রত্যাশা পূরণের অহেতুক আশ্বাস কি কখনো দিয়েছি !
যদি তা না হয়,
তাহলে এতো প্রত্যাশা-প্রাপ্তির সুপ্ত বাসনা মনে জাগ্রত কেনো !
স্থবিরতা একদা লেগে ছিল,
তবে তা এখন বড্ড গতিশীল,
ঘন্টা দিন মাস কিংবা বছরের পর বছর
কিভাবে যে কাটছে,
তার খোঁজ কি কেউ রেখেছে !
বয়স বাড়বে,
কালো চুল সাদা হবে,
চামড়ায় ভাঁজ পড়বে,
শুভাকাঙ্ক্ষীর সংখ্যা ক্রমশ কমতে থাকবে,
বন্ধুত্বের দোহাই দিয়ে যারা ক্রমাগত পাশে থাকতে চেয়েছিল,
তারাও হয়তো ঠিকানা ভুলে যাবে !
ভালোবাসি বলে যারা ঘ্যানঘ্যান করতো,
বিশ্বাসের শতভাগ উজাড় করে দেওয়ার জন্য
যারা সর্বদা প্রস্তুত থাকতো,
তারাও হয়তো দূরে সরে পথ খুঁজে নেবে,
নতুবা অভিশাপ দিয়ে কেউবা মুক্তি পেতে চাবে !
যে চোখ জোড়া অনবরত নজরবন্দি করে রাখতো
গাঢ় চুম্বনের অপেক্ষায় যে ঠোঁট প্রহর গুনতো
সেও হয়তো আশা ছেড়ে দেবে,
প্রতারক বলে আখ্যায়িত করবে !
চারিদিকে প্রলোভন বেড়েছে,
আফসোস কমেছে, শুকিয়ে গিয়েছে অশ্রুজল,
তাই হয়তো বিসর্জনে নিমজ্জিত হয়েও বলে যাচ্ছি,
শূন্য হাতেই এসেছি আর শূন্য ভাবেই বিদায় নিচ্ছি ।।
আবৃত্তি লিংক
https://youtube.com/shorts/d_bkr_WpmkM?si=s8qgznpejzwDodHN
লেখক হিসেবে চাওয়া পাঠক কবিতা পড়ুক, আবৃত্তি শুনুক, গভীরভাবে পর্যবেক্ষণ করুক, সার্জারি করে কবিতার ভিতরে ঢুকে যাক, অর্থ বুঝুক এইতো চাওয়া।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা এই কবিতাটি আমি পড়েছিলাম ভীষণ অর্থবহ কবিতা ছিলো এটি। পুনরায় আজকে আবৃত্তি শুনতে পেলাম খুবই ভালো লাগলো আপনার আবৃত্তি শিল্প। এই প্রথম আপনার আবৃত্তি শুনলাম।এক কথায় দারুন ছিলো ভাই।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।
কবিতাটি খুব চমৎকার লিখেছেন ভাইয়া। নিজে ই আবার আবৃত্তি করলেন এজন্য আরো বেশী ভালো লেগেছে। আপনি বাস্তবতা সমৃদ্ধ কবিতা লিখেন যা সত্যিই ভালো লাগে।
আপনারা আছেন বিধায় কবিতা লেখা কিংবা আবৃত্তি করার সাহস পাই আপু।
এই কবিতাটি ৪/৫ দিন আগে আপনার পোস্টের মাধ্যমে পড়া হয়েছিল আমার। এই কবিতাটি আসলেই খুব সুন্দর। তাছাড়া আপনি দারুণভাবে এই কবিতাটি আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার কন্ঠে আবৃত্তি শুনে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই, বিগত কয়েকদিন আগে এই কবিতা পোস্ট করেছিলাম আর আজ চেষ্টা করলাম আবৃত্তি। আপনার মন্তব্য পড়ে ভালো লেগেছে।
শূন্য কবিতাটি পড়েছিলাম আপনার পোস্টে। কবিতাটিতে বাস্তবতা একদম ফুটে উঠেছে। আর আপনি কিন্তু দারুণ আবৃত্তি করেছেন। বেশ ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি।
খুশি হলাম আপনার মন্তব্য জেনে ভাই।
এটা একেবারে নিদারুণ এক বাস্তবতা ভাই। এই নিয়মের বাইরে যেন আমরা কেউই না। সবশেষে আমাদের ফিরতে হবে ঐ শূণ্য হাতেই। দারুণ লিখেছেন আপনি কবিতা টা। বেশ ভালো লাগল। এবং আবৃত্তি টাও বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।
আমার কাছেও তেমনটাই মনে হয় ভাই , একদিন শূন্য হাতেই ফিরে যেতে হবে।
ভাইয়া আপনার লেখা দারুন একটি কবিতা আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। যেমন আপনার গানের গলা তেমনি কবিতা আবৃত্তি জাস্ট অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।