বয়স বাড়বে,
কালো চুল সাদা হবে,
চামড়ায় ভাঁজ পড়বে,
শুভাকাঙ্ক্ষীর সংখ্যা ক্রমশ কমতে থাকবে,
এটা একেবারে নিদারুণ এক বাস্তবতা ভাই। এই নিয়মের বাইরে যেন আমরা কেউই না। সবশেষে আমাদের ফিরতে হবে ঐ শূণ্য হাতেই। দারুণ লিখেছেন আপনি কবিতা টা। বেশ ভালো লাগল। এবং আবৃত্তি টাও বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।
আমার কাছেও তেমনটাই মনে হয় ভাই , একদিন শূন্য হাতেই ফিরে যেতে হবে।