হারানোর অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 days ago

20241216_183128-01.jpeg

হারানোর অনুভূতি বরাবরই তিক্ততা সম্পন্ন, মহামূল্যবান কিছু হারালে যতটা তিক্ততা লাগে ঠিক তেমনটা একই ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষুদ্র কিছু হারানোর অনুভূতি একই।

ভীষণ সতর্ক সজাগ থাকার পরেও যখন হুট করে কোন কিছু হারিয়ে যায় তখন আর কি খানিকটা সময়ের জন্য এলোমেলো চিন্তাভাবনা মাথায় ঢুকে যায় কিংবা অস্থিরতা ঘায়েল করে।

বারো বছর আগে ছাত্র অবস্থায় জিন্স প্যান্টের পকেট থেকে একশো টাকার নোট যেদিন হারিয়ে গিয়েছিল সেদিনও যেরকম হাহাকার অনুভূতি হয়েছিল, বর্তমানে এসে বাজার করতে গিয়ে ফেরার পথে রাস্তায় যখন ভুলে বাজারের একটা ব্যাগ অন্যত্র ফেলে এসেছিলাম সেই হারানোর অনুভূতিটাও একই রকম ছিল।

শুধুমাত্র সময়ের পার্থক্য ছিল, তবে অনুভূতি ঠিক আগের মতই । গিন্নি এবং পরিবারের লোকজন একপালা কথা শুনিয়ে দিল, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি মনভোলা মানুষ, কোন দায়িত্ববোধ তোমার ভিতরে নেই। যার কারণেই বাজারের ব্যাগ রাস্তায় ফেলে এসেছো।

মাঝে মাঝে এমন কথা শুনতে খারাপ লাগে না, বরং আরো দায়িত্বশীল হওয়ার মনোভাব তৈরি হয়। ব্যর্থতার বিষয়গুলো যখন কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তখন তাদেরকে বড্ড প্রিয় মনে হয়। প্রিয় মানুষগুলো আছে বিধায়, তাই হয়তো পুনরায় বারবার নতুনভাবে সবকিছু করার সাহস ভিতরে জাগ্রত হয়।

জীবনে হারানোর অনুভূতি যেমন থাকবে, তেমনটা নতুন করে এগিয়ে যাওয়ার মানসিকতাও তৈরি হবে। বিষয়গুলো অনেকটা ভারসাম্য বজায় রাখার মতো। তবে যারা হারানোর অভিজ্ঞতা থেকে কোনভাবেই শিক্ষা গ্রহণ করে না, তাদের ব্যাপারে কোন মন্তব্য করব না।

তবে যারা বুদ্ধিমান দায়িত্ব সম্পন্ন মানুষ তারাই ক্রমাগত লেগে থাকে, তারাই প্রতিটা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুনভাবে স্বপ্ন দেখে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

একদম তাই।হারিয়ে ফেলে,ব্যর্থ হয়ে যে মানুষ সেটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় তাকে তো সাধুবাদ জানাতেই হয়।তবে কিছু ফেলে গেলে কিংবা হারিয়ে ফেললে অন্য কেউ বলার আগে নিজের মধ্যে অনুশোচনা আসলে প্রতিটি মানুষের মাঝেই জাগ্রত হয়।মনের মধ্যে খারাপ লাগাটা খচখচ করতে থাকে।আশাকরি মন ভোলা মন সচল থাকবে আপনার সব সময়।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 3 days ago 

আসলে আপু মন ভোলা মন সবার সচল হোক, এটাই আমারও চাওয়া।

 3 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া মাঝে মাঝে মহামূল্যবান কিছু হারিয়ে গেলে কিছু মনে হয় না কিন্তু সামান্য কিছু হারিয়ে গেলে অনেক কষ্ট অনুভব হয়।এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে আমার মনে হয়।ছাত্র জীবনে ১০০ টাকা মানে বিশা কিছু সেটা হারানো অনেক কষ্টের তা বুঝতে পারছি।অনেক গুলো বছর পেরিয়ে আবারও সেই তিক্ত অনুভূতির সম্মুখীন হয়েছেন জেনে খারাপ লাগলো।ভালোবাসার মানুষের শাসন গুলো সবসময়ই মঙ্গলজনক হয়।আশাকরি এই অভিজ্ঞতা থেকে আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠবেন এটাই প্রত্যাশা করি।

 3 days ago 

আপনার বান্ধবী তো আমাকে বৈদ্যুতিক তারের মতো সোজা করে রেখেছে।

 3 days ago 

ছোটবেলা আমার দাদুকে দেখতাম এটা সেটা প্রায়ই হারাতেন। কখনো কখনো হাতঘড়ি খুলে ওজু করার সময় মসজিদে হাতঘড়ি রেখে আসতেন। আবার অনেক সময় ছাতা থেকে শুরু করে অনেক কিছুই হারাতেন। তারপর আমার দাদী অনেক কথা শোনাতেন এসব নিয়ে। তো সেই ছোটবেলা থেকেই আমি এসব ব্যাপারে বেশ সেনসেটিভ। আমার লাইফে মনে হয় না আমি ১০ টাকাও হারিয়েছি। যাইহোক মানুষ ভুল করে কিছু হারাতেই পারে। তবে সেই ভুল থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। বাজারের ব্যাগ রাস্তায় হারিয়ে বাসায় গিয়ে ভালোই কথা শুনেছেন ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আপনার সতর্ক থাকার পূর্ব ইতিহাস জেনে বেশ ভালো লাগলো ভাই।

 3 days ago 

এমন প্রিয়জন দরকার জীবনে। যারা আঙুল তুলে ভুলগুলো দেখিয়ে দিবে। এতে করে আমি নিজেকেও শুধরাতে পারবো। আরেকবার বাজারে গেলে দেখবেন আরও বেশি সতর্ক থাকছেন। হারানোর ফিলিংসটা আসলে অন্যরকম ভাইয়া।

 3 days ago 

সবাই নিজ নিজ জীবনে তাদের কাছের মানুষকে প্রিয়জন হিসেবে পেয়ে যাক এমনটাই কামনা করি ।

 3 days ago 

হারানোর অনুভূতির সাথে সাথে নতুনভাবে এগিয়ে যাওয়ার মানসিকতার কথা তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। জীবনের হারানো এবং পুনরায় শিখে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া সত্যিই গুরুত্বপূর্ণ। প্রিয়জনদের সমালোচনা মাঝে মাঝে আমাদের আরো শক্তিশালী ও দায়িত্বশীল করে তোলে।আজকে আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো ভাই।

 3 days ago 

আমার কাছেও তেমনটাই মনে হয় ভাই, মাঝে মাঝে হারানোর মাধ্যমেও অনেক কিছু শেখা যায়।

 2 days ago 

হারানোর অনুভূতি সত্যিই তিক্ত, তবে এটি আমাদের জীবনের অভিজ্ঞতার অংশ। হারানোর পর সেই মুহূর্তে অস্থিরতা হলেও, এটি আমাদের আরও দায়িত্বশীল হতে শিখায়। পরিবারের মানুষদের তিক্ত কথাগুলো মাঝে মাঝে আমাদের আরও শক্তিশালী করে তোলে, আর নতুনভাবে পথ চলার সাহস জোগায়। যারা হারিয়ে কিছু শিখতে পারে, তারা সত্যি জীবনের নানা অধ্যায়কে অর্থপূর্ণ করে তোলে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96567.37
ETH 2639.84
USDT 1.00
SBD 2.31