একদম তাই।হারিয়ে ফেলে,ব্যর্থ হয়ে যে মানুষ সেটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় তাকে তো সাধুবাদ জানাতেই হয়।তবে কিছু ফেলে গেলে কিংবা হারিয়ে ফেললে অন্য কেউ বলার আগে নিজের মধ্যে অনুশোচনা আসলে প্রতিটি মানুষের মাঝেই জাগ্রত হয়।মনের মধ্যে খারাপ লাগাটা খচখচ করতে থাকে।আশাকরি মন ভোলা মন সচল থাকবে আপনার সব সময়।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
আসলে আপু মন ভোলা মন সবার সচল হোক, এটাই আমারও চাওয়া।