আপু আপনার পরিবারের মতো আমার পরিবার ও ঠিক এমনটাই।আমার বাবা দেশের বাইরে থাকার সুবিধার্থে অনেক কিছু পেলেও কখনও হাতে টাকা কিংবা এমন কিছু দেয়নি যা দেখতে দৃষ্টিকটু লাগে।অনেকটাই মিল পেলাম আপনার পরিবারের সাথে।আমিও এখন চেষ্টা করি নিজের পরিবারে এমনটা করার।যেমন শিক্ষা তেমন ই তো হবো।
এমনটা না হলেই সমস্যা।