সত্যিই দাদা চোখের সামনে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেললে সেই কষ্ট ভোলা যায় না।দাদাদের পাশে আছেন জেনে ভালো লাগলো। দাদাদের আর দাদার পরিবারের সবাইকে সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের কারোই জানা নেই।মৃত্যু নামের চিরন্তন সত্য আমরা জানি তারপরেও মানতে চাই না।ভালোবাসার মানুষ গুলো ভালোবাসা নিয়ে মনের গভীরেই থেকে যায়।সব সময় চাইছি আল্লাহ তুমি দাদা আর দাদার পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দাও,আমিন।