You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৬
ফলবে যে সোনার ফসল মাঠে
খুশির ঝিলিক তাই কৃষকের মুখে
ফসলের মাঠে দুলবে যে ফসল
বাতাসের ঐ তালে তালে।
সোনার ফসল তুলবে ঘরে
দিন কেটে যাবে হাসি আর আনন্দে
নবান্নের উৎসব করবে সবাই
কাটবে যে দিন ভালোবাসায়।