আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
নীলাভ আকাশ মেতেছে উঠে,
কালো মেঘের ঘনঘটার মাঝে।
কৃষকের মুখে হাসি ফুটে ওঠে,
ঝরঝর বর্ষার আগমন দেখে।।
লেখক
লেখক এর অনুভূতি:
আকাশে কালো মেঘের খেলা দেখলে কৃষকের মুখে হাসি ফোটে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ফেটে চৌচির ফসলের মাঠ
কৃষকের বুকে শুধু হাহাকার
আকাশে ঘন মেঘ দেখে
প্রতীক্ষায় থাকে বৃষ্টির ঝর্ণাধারার
বৃষ্টির রিমঝিম শব্দ
প্রকৃতি হয়ে যায় নিস্তব্ধ
কৃষকের মুখে ফুটে হাসি
বৃষ্টির ঝর্ণাধারা বড্ড ভালোবাসি।
অনেক সুন্দর লিখেছেন আপু। আপনার কবিতাটির লাইন গুলো পড়ে বেশ ভালো লাগলো।
ফলবে যে সোনার ফসল মাঠে
খুশির ঝিলিক তাই কৃষকের মুখে
ফসলের মাঠে দুলবে যে ফসল
বাতাসের ঐ তালে তালে।
সোনার ফসল তুলবে ঘরে
দিন কেটে যাবে হাসি আর আনন্দে
নবান্নের উৎসব করবে সবাই
কাটবে যে দিন ভালোবাসায়।
পথ ঘাঁট আর সবুজ ফসলের মাঠ
তলিয়েছে বসত ভিটা, পুকুর ঘাট
বানের জলে ভেসেছে লোকারন্য
গাঁয়ের লোক পাচ্ছেনা জল আর অন্ন।
😕
অসাধারণ লিখেছেন ভাইয়া। একেবারে বাস্তবতা নিয়ে লিখেছেন। অনেক ভালো লেগেছে কবিতার লাইনগুলো।
নীল আকাশে মেতেছে
আজ মেঘের আনাগোনা,
হঠাৎ বৃষ্টি দেখে
কৃষক ভাইটি মুচকি হেসে,
আনন্দে চিৎকারে বলল শেষে
আজ এসেছে আমার ঘরে প্রকৃতির
মেঘের আনা গোনা,
তাইতো আজ ঘরে থাকতে আমার মানা।
চলো যাই মাঠে
সোনার ফসল ফলাতে।
বৈশাখের উত্তপ্ত রোদ আড়ালে লুকিয়ে
শ্রাবণের কালো মেঘের আগমন।
বাদলা দিনে ঝর ঝরে বৃষ্টিতে
ভেসে যাচ্ছে পথ প্রান্তর।
কালো মেঘের ঘনঘটার বৃষ্টির ফোঁটায়
সবুজ পাতার সজীব নিশ্বাস।
চারদিকে সবুজের সমাহার
জমেছে জল আমনের জমিতে
ধান রোপন করছে কৃষক প্রাণ হেসে।
বর্ষার আগমনে কৃষকের মুখে হাসি,
তা দেখতে আমরা বড্ড ভালোবাসি।
মাঠে মাঠে সোনার ফসল
উঠবে কৃষকের বাড়ি,
গ্রামের লোক ভিড় জমিয়েছে
আনন্দ সবার বাড়ি।
ঘন মেঘের ঘনগটায়
কাদঁছে নীল আকাশ
বৃষ্টি হয়ে ঝড়ছে তারা
ভরছে ফসলী মাঠ।।
কৃষকের ঘর ভরবে ধানে
হাসবে সমস্ত গ্রাম
বৃষ্টির পানিতে কাঁদবে শুধু
গরীব কিছু প্রাণ।।
দুষ্ট আকাশ সেজেছে আজ
কালো মেঘের ঘনঘটা নিয়ে,
যাবে সে যে বৃষ্টি ঝরিয়ে
কৃষকের মন ভরিয়ে দিয়ে।।
বৃষ্টি মুখর দিন,তোমাতে আমি হয়ে বিলীন।
টিপটিপ বৃষ্টির আওয়াজেমনের কোনে প্রেমের সানাই বাজে।
বৃষ্টির এই মিষ্টি সুরে,মন চলে যায় বহুদূরে।
মাতাল প্রেম উড়ে উড়ে,জুড়ে বসে হৃদয় জুড়ে।
প্রেমিক মনে রং জাগে,বৃষ্টির ওই ফোটার ফাঁকে।
ছাদে গিয়ে ভিজতে চায় মন,কার খবর ভাই কে রাখে
বৃষ্টি মুখর সন্ধ্যা রজনী,ফিরে আসো তুমি ওগো সজনী।
বৃষ্টিতে ভিজবো দুজন,এক-ই অন্যের হয়ে আপন।
তপ্ত রোদের পোষাক ছেড়ে,
আসলো আকাশ মেঘে মুড়ে।
শুকনো ক্ষেত আজ ভরলো ধানে,
খুশীর আলো তাই কৃষক মনে।