সত্যি ই ভাইয়া আগের সেই বর্ষনমূখর দিন আজ বড্ড বেশী মিস করি।আপনার অনুভূতি তো আমার চাইতেও মজার।আসলে সত্যিকারের বর্ষার সৌন্দর্য কিন্তু গ্রামেই।খুব ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। বর্ষার এই পানিতে মাছ আসা।সে এক অপুর্ব অনুভূতি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।